নিউইয়র্ক: জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভায় এই কর্মসূচী গ্রহণের পাশাপাশি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন কমিটিও গঠন করা হয়। এছাড়া সভায় গত সপ্তাহে নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি পত্রিকার এক বিজ্ঞাপনে বীর মুক্তিযোদ্ধা ও ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও ফ্রেন্ডস সোসাইটি সম্পর্কে আপত্তিকর বিজ্ঞাপন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সিটির হিলসাইড এভিনিউস্থ কিং কাবাব রেষ্টুরেন্টে গত ১৮ জানুয়ারী সোমবার সন্ধ্যায় ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্যতম সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া। সভায় ফ্রেন্ডস সোসাইটির অন্যতম দুই উপদেষ্টা রেজাউল করীম চৌধুরী ও এবিএম সালাহউদ্দিন আহমেদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় চলতি বছর ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন ও ফ্রেন্ডস সোসাইটি সম্পর্কে আপত্তিকর বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে আলোচনায় অংশ নেন মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ মনির হোসেন, বিলাল আহমেদ চৌধুরী, শেখ হায়দার আলী, শেখ আনসার আলী, এডভোকেট কামরুজ্জামান বাবু, ইফজাল আহমেদ চৌধুরী, সহদেব তালুকদার প্রমুখ। সভায় পত্রিকাটিতে আপত্তিকর বিজ্ঞাপন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের যথাযথ সম্মান দেয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি মনির হোসেন সশ¯্র মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে এবং ফ্রেন্ডস সোসাইটিকে ঘিরে যে বা যারা এমন ‘আপত্তিকর’ বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশ করেছেন তাদের চিহ্নিত করা উচিৎ। সভায় বলা হয়: ফ্রেন্ডস সোসাইটির ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি মহল এমনটি করেছে। যার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই।
সভায় সংগঠনের প্রাক্তন সক্রিয় কর্মী মরহুম জসিম উদ্দিন মিঠু ও রতনকে স্মরণ করে তাদের বিদেহী আতœার শান্তি কামনা এবং অসুস্থ্য ব্যক্তিবর্গ যথাক্রমে উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী ও ছদরুন নূর, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- গোলাম আজম রকি সহ সংগঠনের অসুস্থ্য কর্মকর্তা/সদস্যদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ মনির হোসেন।
সভায় ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা সালেহ আহমেদকে আহ্বায়ক ও সাংস্কৃতিক সম্পাদিকা জয়ন্তী ভট্টাচার্য্যকে সদস্য সচিব করে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের নাম পরবর্তীতে চুড়ান্ত করা হবে। সভার সিদ্ধান্ত মোতোবেক ফ্রেন্ডস সোসাইটির সাথে মাতৃভাষা দিবস পালনে আগ্রহী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন কমিটির যথাক্রমে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
জ্যামইকা থিয়েটার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে জ্যামাইকা থিয়েটার বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। সংগঠনের সভাপতি শেখ হায়দার আলী ও সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু ইউএনএ প্রতিনিধিকে জানান, দিবসটি পালন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় জ্যামাইকা থিয়েটারের উদ্যোগে স্থানীয় স্টার কাবাব রেষ্টুরেন্টের মিলনায়তনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে থাকবে আলোচনা সভা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।
এদিকে ১৮ জানুয়ারী সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত থিয়েটারের এক সভায় ২১ ফেব্রুয়ারীর সকল কর্মসূচী সফল করতে সৈয়দ এ রেজাকে আহ্বায়ক ও এডভোকেট আরিফ চৌধুরীকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন: প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর কবীর, সমন্বয়কারী আফরোজা বেগম রোজী। সভায় অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সংগঠনের সহ সভাপতি গোবিন্দ দাস ও মোহাম্মদ আলম সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।