নিউইয়র্ক ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল ও প্রতিমন্ত্রী চুমকির বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫
  • / ২৮৫০ বার পঠিত

নিউইয়র্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এমপি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। মন্ত্রীদ্বয় গত ১১ মার্চ বুধবার কনস্যুলেট পরিদর্শন করেন। এসময় কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান, এনডিসি সহ কনস্যুলেট জেনারেলের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে. আব্দুল মোমেন ও উচ্চ পদস্থ অন্যান্য কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রীদ্বয় প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন এবং প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা নিশ্চিতকরণ বিষয়টিকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত নীতি সম্পর্কে দেশে ও বিদেশে অপপ্রচারণা সত্ত্বেও ভ্রান্তধারণা দূর করতে বাংলাদেশের কুটনীতিকদের ভূমিকার প্রশংসা করেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীগণ যেভাবে আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছেন সেজন্য তাদের প্রশংসা করেন। মন্ত্রীদ্বয় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ‘টিম স্পীরিট’ মানসিকতা নিয়ে কাজ করার জন্য আহবান জানান।
কনসাল জেনারেল শামীম আহসান সংক্ষেপে কনস্যুলেট এর কার্যক্রম মন্ত্রীদ্বয়ের সামনে তুলে ধরেন। পরে তাঁরা কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক অবস্থান করছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল ও প্রতিমন্ত্রী চুমকির বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন

প্রকাশের সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫

নিউইয়র্ক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এমপি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। মন্ত্রীদ্বয় গত ১১ মার্চ বুধবার কনস্যুলেট পরিদর্শন করেন। এসময় কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান, এনডিসি সহ কনস্যুলেট জেনারেলের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে. আব্দুল মোমেন ও উচ্চ পদস্থ অন্যান্য কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রীদ্বয় প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন এবং প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা নিশ্চিতকরণ বিষয়টিকে বর্তমান সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বর্তমান সরকারের গৃহীত নীতি সম্পর্কে দেশে ও বিদেশে অপপ্রচারণা সত্ত্বেও ভ্রান্তধারণা দূর করতে বাংলাদেশের কুটনীতিকদের ভূমিকার প্রশংসা করেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারীগণ যেভাবে আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাচ্ছেন সেজন্য তাদের প্রশংসা করেন। মন্ত্রীদ্বয় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ‘টিম স্পীরিট’ মানসিকতা নিয়ে কাজ করার জন্য আহবান জানান।
কনসাল জেনারেল শামীম আহসান সংক্ষেপে কনস্যুলেট এর কার্যক্রম মন্ত্রীদ্বয়ের সামনে তুলে ধরেন। পরে তাঁরা কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক অবস্থান করছেন।