মিসবাহ উদ্দিন সিরাজের সাথে মতবিনিময়

- প্রকাশের সময় : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
- / ৭৮৩ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধিত করার পাশাপাশি মতবিনিময় করেছে প্রবাসের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা। এই উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর রোববার সিটির জ্যাকসন হাইটসস্থ জুইস সেন্টারে আয়োজিত সংবর্ধনায় বিপুল প্রবাসী জালালাবাদবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি।
এসোসিয়েশনের সভাপতি সভাপতি বদরুল ইসলাম খাানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আসা এনআরবি’র শেকিল চৌধুরী, প্রবীণ প্রবাসী গফনফর আলী চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস, বাংলাদেশ সোসাইটি ও অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, কমিউনিটি নেতা একলিমুজ্জামান নুন, আব্দুল বাসিত, জুনেদ এ খান, দেবব্রত চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত মিসবাহ উদ্দিন সিরাজকে সিলেটের মাটি ও মানুষের নেতা অখ্যায়িত করে বলেন, স্কুল জীবন থেকে তিনি রাজনীতির সাথে জগিত। আমাদের চেয়ে বৃহত্তর সিলেটের উন্নয়ন কীভাবে হবে, সেটা তিনি বেশি জানেন। তারপরও বক্তারা সিলেটে পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা এবং ঢাকা-সিলেট হাইওয়ে নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে মিসবাহ উদ্দিন সিরাজ জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকান্ড ও উদ্যোগের প্রশংসা করে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় উন্নয়ন বৃহত্তর সিলেটেও উন্নয়ন কর্মকা- হয়েছে, হচ্ছে। সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায়ও সিলেট অগ্রাধিকারের তালিকায় রয়েছে। উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিনি গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আসেন।