‘মালেক-সবুজ’ ও ‘আরজু-করিম’ পরিষদের মনোনয়ন জমা
- প্রকাশের সময় : ০৮:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০১৬
- / ৬৮৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী নোয়াখালীর কোম্পানীগঞ্জবাসীদের সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএস’র কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক (২০১৭-২০১৯) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর রোববার। এই নির্বাচনের জন্য কার্যকরী পরিষদের ১৫ পদে ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে। ‘মালেক-সবুজ’ ও ‘আরজু-করিম’ পরিষদের পক্ষ থেকে মনোনয়নপত্রগুলো দাখিল করা হয়েছে। গত ২০ আগষ্ট রোববার সিটির ব্রæকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউস্থ সমিতির নিজস্ব অফিসে উৎসব মুখর পরিবেশে প্যানের দু’টি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। প্রাথমিক বাছাই পর্বে সকল মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ আগষ্ট এবং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৮ আগষ্ট।
মনোনয়নপত্র জমাদানের দিন দুই প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক কাছে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় নির্বাচন চার কমিশনার যথাক্রমে ডা. মোহাম্মদ নুরআলম ছিদ্দিক (মুন্না), শেখ হুমায়ুন কবির (ছুট্টি), মোহসিনুর রহমান খাঁন (সবুজ) ও জয়নাল আবেদীন মাহমুদ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত ট্রাষ্টিবোর্ড সদস্য, উপদেষ্টা ও সদস্যদের মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীদের নাম পড়ে শুনানো হয়। খবর ইউএনএ’র।
মনোনয়নপত্র গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার অশীষ রঞ্জন ভৌমিক বলেন, একটি সুষ্ঠূ, অবাধ, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা বদ্ধপরিকর। এজন্য তিনি এসোসিয়েশানের সকল সদস্য-সদস্যা, ভোটার ও শুভাকাঙ্খীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী ‘মালেক-সবুজ’ পরিষদের প্রার্থীরা হলেন: সভাপতি- আব্দুল মালেক, সাধারণ সম্পাদক- মোশাররফ হোসেন সবুজ, সহ সভাপতি- আব্দুল আলিম জেহাদী ও জাকির মিয়া, সহ সাধারণ সম্পাদক- মামুন এ চৌধুরী, কোষাধ্যক্ষ- মোহাম্মদ কামরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ- আব্দুল, সাংগঠনিক সম্পাদক- সৈয়দ কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সালাউদ্দিন রাসেল, অফিস সম্পাদক- নুরুল ইসলাম বাবু, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক- নুর আফসার স্বপন, নির্বাহী সদস্য- আলমগীর হোসাইন, মোতাসিম বিল্লাহ সিরাজী ও আব্দুল্লাহ আল মামুন।
‘আরজু-করিম’ পরিষদের প্রার্থীরা হলেন: সভাপতি- আরজু হাজারী, সাধারণ সম্পাদক- আব্দুল করিম সবুজ, সহ সভাপতি- মুহাম্মদ ইউসুফ ও জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মাদ আরীফ হোসাইন, কোষাধ্যক্ষ- আবুল খায়ের, সহ কোষাধ্যক্ষ- সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মোস্তফা স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সায়েদ মানিক, অফিস সম্পাদক- জামাল উদ্দিন মওদুদ, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- রাজ্জাক ফারুক, সমাজকল্যাণ সম্পাদক- মোবারক হোসেন, নির্বাহী সদস্য- মোহাম্মদ ইরফানুল হক, জাহাঙ্গীর হোসেন ও মঈন উদ্দিন আফসার।
এদিকে নির্বাচন কমিশনের কাছে ‘আরজু-করিম’ পরিষদ একন আবেদনে এসোসিয়েশনের গঠনতন্ত্রের ‘অধ্যায়-৮ ধারা ৩১, উপধারা ৩’ মোতাবেক বর্তমান কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিরপেক্ষ থাকার বিধান থাকা সত্তে¡ও তারা একটি প্যানেলের (মালেক-সবুজ) পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ভোটার ও সমর্থকদের বর্তমান সভাপতি ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছেন বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। আবেদনে এই ধরণের হুমকি এবং প্রকাশ্যে বর্তমান কার্যকরী কমিটির সভাপতির প্রচারকে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বিনিষ্ট করছে। তাই নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশ সৃষ্টির জন্যা আবেদন জানানো হয়।
অপরদিকে নির্বাচন কমিশনার ডা. মোহাম্মদ নুর আলম ছিদ্দিক (মুন্না) আবেদন পত্রটি পাওয়ার কথা স্বীকার করেছেন বলে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের অপর সদস্য মহসিনুর রহমান খান সবুজ বলেছেন, আবেদন পত্রটির গঠনতান্ত্রিক গ্রহণযোগ্যতা নেই। তবে অভিযোগটি যাচাই করে আমরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ শতভাগ নিশ্চিত করবো।