নিউইয়র্ক ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মানবাধিকার ও পরিবেশ ছাড়াও প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করতে চাই : মনজিল মোরসেদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
  • / ৬৪৬ বার পঠিত

নিউইয়র্ক: হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেছেন, দেশের মানুষ আর প্রবাসী বাংলাদেশীদের সমস্যার শেষ নেই। সরকারী বা বেসরকারীভাবে সকল সমস্যার সমাধানও সম্ভব নয়। সরকার তার মতো আর দেশের বেসরকারী প্রতিষ্ঠান/সংগঠনগুলো তাদের মতো করে মানুষের সমস্যার সমাধানে কাজ করছে। এইচআরপিবি বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষায় বেসরকারী একটি সংগঠন। মূলত: মানবাধিকার, পরিবেশ ও প্রবাসী বাংলাদেশীদের সমস্যা নিয়েই এইচআরপিবি’র কাজ। তিনি বলেন, দেশের সীমানা পেরিয়ে আমরা বহি:বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের জন্য কাজ করতে চাই। এজন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এইচআরপিবি’র কমিটি গঠন করে প্রবাসীদের সম্পৃক্ততার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। খবর ইউএনএ’র।
এইচআরপিবি’র সভাপতি মনজিল মোরসেদ বলেন, আইনী পেশায় আসার পর রাজনীতির বাইরের লোক হিসেবে মানুষের অধিকার আদায়ের ব্যাপারে কিছু করার লক্ষ্যে ২০০৮ সালে এইচআরপিবি প্রতিষ্ঠার উদ্যোগ নেই। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের একটি এনজিও হিসেবে এইচআরপিবি’র সাথে দেশের আইনজীবিরা এগিয়ে আসেন। বর্তমানে দেশের ২৭টি জেলায় এইচআরপিবি কাজ করছে এবং এসব জেলায় কমিটি রয়েছে। দেশের অনান্য জেলায় এইচআরপিবি গঠনের প্রক্রিয়া চলছে। এছাড়া দেশের বাইরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এইচআরপিবি’র কমিটি রয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্য এইচআরপিবি’র সহযোগিতায় ২০১৬ সালের জুলাই মাসে প্রথমবারের মতো সিলেটে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল রোববার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র এইচআরপিবি’র সম্মেলন আয়োজন করা হয়েছে। ঐদিন জ্যাকসন হাইটস্থ বেলাজিনো হলে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত তিনি জানান, এইচআরপিবি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল ও আবুল কাশেম (রাজু)।
মনজিল মোরসেদ বলেন, এইচআরপিবি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মানবাধিকার সংশ্লিষ্ট ২৮০টি মামলা পরিচালনা করে রেকর্ড করেছে। যা বিশ্বে কোন সংগঠনের পক্ষে মামলা পরিচালনার রেকর্ড। তিনি বলেন, বহুল আলোচিত সুন্দরবন রক্ষা, রংপুরে বেগম রোকেয়া মিউজিয়াম রক্ষা, মুন্সীগঞ্জে জগদীস চন্দ্র বসু’র ভিটে-বাড়ী রক্ষা (আদালতে বিচারাধীন), টাঙ্গাইলের সখীপুর জাতীয় বন (ন্যাশনাল ফরেস্ট হিল) রক্ষা প্রভৃতি আলোচিত মামলা পরিচালনা করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও জনস্বার্থে আরো অনেক মামলা পরিচালনা করা হচ্ছে। এসব মামলার মধ্যে ৭০টি মামলা ছিলো পরিবেশন বিষয়ক। এছাড়াও নারী নির্যাতন, গুম, ভূমি দখল প্রভৃতি বিষয়েও মামলা পরিচালনা করছে এইচআরপিবি।
এক প্রশ্নের উত্তরে মনজিল মোরসেদ বলেন, মানুষের অধিকার আর পরিবেশ রক্ষায় কাজ করতে গিয়ে মাঝে মধ্যে প্রভাবশালীদের চাপের মধ্যে পড়তে হয়েছে। নানামমুখী চাপ এখনো আছে। কেননা, রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে প্রভাবশালীদের বিরুদ্ধেই মূলত: অমাদের কাজ করতে হয়। ২০১২ ও ২০১৫ সালে দুবার হত্যার হুমকী পেয়েছি। হুমকীদাতারা বাড়ীতে কাফনের কাপড়ও পাঠিয়েছে।
মনজিল মোরসেদ বলেন, পরিবেশের জন্য কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে ব্যক্তিগতভাবে আমি ‘জাতীয় পরিবেশ পদক’ লাভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদকটি গ্রহন করি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এইচআরপিবি’র কাজ করতে গিয়ে প্রথমদিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকেও নানা সমস্যা মোকাবেলা করতে হয়েছে। কিন্তু আমাদের কাজ যেহেতু জনকল্যাণমূলক তাই ক্রমান্নয়ে এইচআরপিবি’র কাজ দেখে সরকার ও প্রশাসনের ধারণা পাল্টে গেছে। এখন সরকারের পক্ষ থেকে অনেক সহযোগিতা পাওয়া যাচ্ছে। পাশাপাশি রাজনীতির বাইরের লোকেরও সমর্থণ ও সহযোগিতা পাওয়া যাচ্ছে।
অপর এক প্রশ্নের উত্তরে মনজিল মোরসেদ বলেন, প্রবাসী বাংলাদেশীরা হচ্ছেন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তারা দেশের সম্পদ। প্রবাসীরা দেশে নিরাপদ না থাকলে তারা দেশে বিনিয়োগে উৎসাহী হবেন না। তাই প্রবাসীদের কথা ভেবেই আমরা তাদের সমস্যার সমাধানে কাজ করছি।
তিনি নিউইয়র্কে ৩০ এপ্রিল অনুষ্ঠিতবত্য সম্মেলন সফল করতে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। যোগাযোগ: ৯২৯-৪৬২-৩৮৪৯ অথবা ৩৪৭-২৪১-৯৫২৬.

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মানবাধিকার ও পরিবেশ ছাড়াও প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করতে চাই : মনজিল মোরসেদ

প্রকাশের সময় : ০৪:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭

নিউইয়র্ক: হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেছেন, দেশের মানুষ আর প্রবাসী বাংলাদেশীদের সমস্যার শেষ নেই। সরকারী বা বেসরকারীভাবে সকল সমস্যার সমাধানও সম্ভব নয়। সরকার তার মতো আর দেশের বেসরকারী প্রতিষ্ঠান/সংগঠনগুলো তাদের মতো করে মানুষের সমস্যার সমাধানে কাজ করছে। এইচআরপিবি বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষায় বেসরকারী একটি সংগঠন। মূলত: মানবাধিকার, পরিবেশ ও প্রবাসী বাংলাদেশীদের সমস্যা নিয়েই এইচআরপিবি’র কাজ। তিনি বলেন, দেশের সীমানা পেরিয়ে আমরা বহি:বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের জন্য কাজ করতে চাই। এজন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এইচআরপিবি’র কমিটি গঠন করে প্রবাসীদের সম্পৃক্ততার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। খবর ইউএনএ’র।
এইচআরপিবি’র সভাপতি মনজিল মোরসেদ বলেন, আইনী পেশায় আসার পর রাজনীতির বাইরের লোক হিসেবে মানুষের অধিকার আদায়ের ব্যাপারে কিছু করার লক্ষ্যে ২০০৮ সালে এইচআরপিবি প্রতিষ্ঠার উদ্যোগ নেই। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের একটি এনজিও হিসেবে এইচআরপিবি’র সাথে দেশের আইনজীবিরা এগিয়ে আসেন। বর্তমানে দেশের ২৭টি জেলায় এইচআরপিবি কাজ করছে এবং এসব জেলায় কমিটি রয়েছে। দেশের অনান্য জেলায় এইচআরপিবি গঠনের প্রক্রিয়া চলছে। এছাড়া দেশের বাইরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এইচআরপিবি’র কমিটি রয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্য এইচআরপিবি’র সহযোগিতায় ২০১৬ সালের জুলাই মাসে প্রথমবারের মতো সিলেটে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল রোববার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র এইচআরপিবি’র সম্মেলন আয়োজন করা হয়েছে। ঐদিন জ্যাকসন হাইটস্থ বেলাজিনো হলে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত তিনি জানান, এইচআরপিবি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যথাক্রমে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল ও আবুল কাশেম (রাজু)।
মনজিল মোরসেদ বলেন, এইচআরপিবি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মানবাধিকার সংশ্লিষ্ট ২৮০টি মামলা পরিচালনা করে রেকর্ড করেছে। যা বিশ্বে কোন সংগঠনের পক্ষে মামলা পরিচালনার রেকর্ড। তিনি বলেন, বহুল আলোচিত সুন্দরবন রক্ষা, রংপুরে বেগম রোকেয়া মিউজিয়াম রক্ষা, মুন্সীগঞ্জে জগদীস চন্দ্র বসু’র ভিটে-বাড়ী রক্ষা (আদালতে বিচারাধীন), টাঙ্গাইলের সখীপুর জাতীয় বন (ন্যাশনাল ফরেস্ট হিল) রক্ষা প্রভৃতি আলোচিত মামলা পরিচালনা করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও জনস্বার্থে আরো অনেক মামলা পরিচালনা করা হচ্ছে। এসব মামলার মধ্যে ৭০টি মামলা ছিলো পরিবেশন বিষয়ক। এছাড়াও নারী নির্যাতন, গুম, ভূমি দখল প্রভৃতি বিষয়েও মামলা পরিচালনা করছে এইচআরপিবি।
এক প্রশ্নের উত্তরে মনজিল মোরসেদ বলেন, মানুষের অধিকার আর পরিবেশ রক্ষায় কাজ করতে গিয়ে মাঝে মধ্যে প্রভাবশালীদের চাপের মধ্যে পড়তে হয়েছে। নানামমুখী চাপ এখনো আছে। কেননা, রাজনৈতিক আর অর্থনৈতিকভাবে প্রভাবশালীদের বিরুদ্ধেই মূলত: অমাদের কাজ করতে হয়। ২০১২ ও ২০১৫ সালে দুবার হত্যার হুমকী পেয়েছি। হুমকীদাতারা বাড়ীতে কাফনের কাপড়ও পাঠিয়েছে।
মনজিল মোরসেদ বলেন, পরিবেশের জন্য কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে ব্যক্তিগতভাবে আমি ‘জাতীয় পরিবেশ পদক’ লাভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদকটি গ্রহন করি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এইচআরপিবি’র কাজ করতে গিয়ে প্রথমদিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সরকার ও প্রশাসনের পক্ষ থেকেও নানা সমস্যা মোকাবেলা করতে হয়েছে। কিন্তু আমাদের কাজ যেহেতু জনকল্যাণমূলক তাই ক্রমান্নয়ে এইচআরপিবি’র কাজ দেখে সরকার ও প্রশাসনের ধারণা পাল্টে গেছে। এখন সরকারের পক্ষ থেকে অনেক সহযোগিতা পাওয়া যাচ্ছে। পাশাপাশি রাজনীতির বাইরের লোকেরও সমর্থণ ও সহযোগিতা পাওয়া যাচ্ছে।
অপর এক প্রশ্নের উত্তরে মনজিল মোরসেদ বলেন, প্রবাসী বাংলাদেশীরা হচ্ছেন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তারা দেশের সম্পদ। প্রবাসীরা দেশে নিরাপদ না থাকলে তারা দেশে বিনিয়োগে উৎসাহী হবেন না। তাই প্রবাসীদের কথা ভেবেই আমরা তাদের সমস্যার সমাধানে কাজ করছি।
তিনি নিউইয়র্কে ৩০ এপ্রিল অনুষ্ঠিতবত্য সম্মেলন সফল করতে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। যোগাযোগ: ৯২৯-৪৬২-৩৮৪৯ অথবা ৩৪৭-২৪১-৯৫২৬.