নিউইয়র্ক ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মানবতার সেবায় কাজ করার উপর গুরুত্তারোপ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬
  • / ৭৩৯ বার পঠিত

নিউইয়র্ক: নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক’র কার্যকরী পরিষদের (২০১৬-০১৭) নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবায় সামাজিক সংগঠনগুলোকে অধিকতর কাজ করার উপর গুরুত্তারোপ করে বলেছেন উত্তরবঙ্গ অবহেলিত জনপদ নয়। বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গ ব্যাপক ভূমিকা রাখছে। যারা উত্তরবঙ্গের মানুষদের সংগ্রামী জীবন, অধিকার আর সাহসিকতার কথা স্বীকার করতে চান না, তারাই উত্তরবঙ্গকে অবহেলিত জনপদ বলেন। আমরা উত্তরবঙ্গের ১৬টি জেলার মানুষ প্রকৃতির সাথে লড়াই-সংগ্রাম করে জীবনযুদ্ধে নিজেদের প্রতিষ্ঠা করেছি, দেশের মানুষদের মৌলিক চাহিদার অন্যতম খাদ্য উৎপাদনসহ দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছি। গর্ব করার মতো সকল কিছুই উত্তরবঙ্গের রয়েছে। বক্তারা বলেন, দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেখানে ব্যর্থ সেখানে সামাজিক সংগঠনগুলোকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খবর ইউএনএ’র।
সিটির উডসাইডস্থ কুইনাস প্যালেস মিলনায়তনে গত ২৭ মে শুক্রবার সন্ধায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশন (এনবিএফ) ইনক’র কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আতোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রবাসী উত্তবঙ্গবাসীসহ কমিউনিটি নেতৃবৃন্দকে স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, এনবিএফ’র নির্বাচন কমিশনের সদস্য আব্দুল মতিন, মোহাম্মদ নূরুল ইসলাম সাজু, কামরুজ্জামান কামরুল ও শাহীন আলম, উত্তরবঙ্গের কৃতি সন্তান ড. আনিস রহমান, ড. হারুন অর রশীদ, আশরাফুজ্জামান আশরাফ, নটরডেম কলেজেরে সাবেক শিক্ষিকা অধ্যাপিকা হুসনে আরা বেগম, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক-এর সহ সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বগুড়া ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, এনবিএফ’র অভিষেক আয়োজক কমিটির আহ্বায়ক ও জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, পঞ্চগড় জেলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মিজানুর রহমান, এনবিএফ’র সমন্বয় কমিটির সদস্য রুহুল আমীন সরকার ও আইনী প্রতিষ্ঠান ল অফিসেস অব স্টুয়ার্ড এন. বাবিচ এন্ড জন এ, ভোস ইএসকিউ পিসি’র সহকারী কাজী জামান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনবিএফ’র অন্যতম সহ সভাপতি হেলাল উদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন এনবিএফ’র সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর স্বাগত বক্তব্য রাখেন এনবিএফ’র অভিষেক আয়োজক কমিটির আহ্বায়ক ও জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।
এরপর এনবিএফ’র নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের সিনিয়র সদস্য আব্দুল মতিন। পরবর্তীতে অতিথিসহ নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান ও প্রচার সম্পাদক মোস্তফা কামাল মামুন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনবিএফ’র সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম ডাবলু, সহ সভাপতি আজিজুর রহমান পাতা ও ফতে নূর আলম বাবু, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান, কার্যকরী পরিষদ সদস্য রেজাউল করীম প্রমুখ।
অনুষ্ঠানে এনএফবি’র অভিষেক অনুষ্ঠান নিয়ে লেখা কবি সালেম সুলেরীর কবিতা পাঠ করেন দিমা নেফার তিতি।
অনুষ্ঠানে বক্তারা উত্তরবঙ্গের মানুষদের সহজ-সরল ও সামাজিক গুণাবলী সম্পন্ন ভালো মানুষ অখ্যায়িত এবং প্রবাসের সামাজিক সংগঠনগুলোর দ্বিধা-বিভক্তি দূর করে ঐক্যের উপর গুরুত্বারোপ করে আরো বলেন, সকল জেলার মানুষ ঐক্যবদ্ধ থাকলে সম্মিলিতভাবে স্ব স্ব জেলার প্রবাসীসহ দেশেও কল্যাণকর কাজ করা সহজ হবে। কেননা, ঐক্যের কোন বিকল্প নেই। অনুষ্ঠানে কেউ কেউ ব্যক্তিগত ধন-সম্পদ বৃদ্ধির চেয়ে সাধ্যমত মানুষের কল্যাণে সেবার হাত প্রসারিত করার আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী শমি সহ সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের শিল্পী বাপ্পী সোম, রানু নেওয়াজ, মিলন কুমার রায় প্রমুখ। এছাড়ও নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের সুপ্রভাত ফেরদৌসী ও প্রিয়তি। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ‘উত্তরঙ্গ’ শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন এনবিএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দিমা নেফার তিতি ও সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায়।
উল্লেখ্য, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইন্ক-এর ৪২ সদস্য কার্যকরী পরিষদের সাথে উত্তরবঙ্গের ষোলটি জেলার আরো ১৬জন জেলা প্রতিনিধি অন্তর্ভূক্ত রয়েছেন। আরো উল্লেখ্য, রাত সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত এবং সময় স্বলপতার কারণে বক্তাদের বক্তব্য সংক্ষেপ করতে হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

মানবতার সেবায় কাজ করার উপর গুরুত্তারোপ

প্রকাশের সময় : ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬

নিউইয়র্ক: নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক’র কার্যকরী পরিষদের (২০১৬-০১৭) নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা মানবতার সেবায় সামাজিক সংগঠনগুলোকে অধিকতর কাজ করার উপর গুরুত্তারোপ করে বলেছেন উত্তরবঙ্গ অবহেলিত জনপদ নয়। বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গ ব্যাপক ভূমিকা রাখছে। যারা উত্তরবঙ্গের মানুষদের সংগ্রামী জীবন, অধিকার আর সাহসিকতার কথা স্বীকার করতে চান না, তারাই উত্তরবঙ্গকে অবহেলিত জনপদ বলেন। আমরা উত্তরবঙ্গের ১৬টি জেলার মানুষ প্রকৃতির সাথে লড়াই-সংগ্রাম করে জীবনযুদ্ধে নিজেদের প্রতিষ্ঠা করেছি, দেশের মানুষদের মৌলিক চাহিদার অন্যতম খাদ্য উৎপাদনসহ দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছি। গর্ব করার মতো সকল কিছুই উত্তরবঙ্গের রয়েছে। বক্তারা বলেন, দেশের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেখানে ব্যর্থ সেখানে সামাজিক সংগঠনগুলোকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খবর ইউএনএ’র।
সিটির উডসাইডস্থ কুইনাস প্যালেস মিলনায়তনে গত ২৭ মে শুক্রবার সন্ধায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশন (এনবিএফ) ইনক’র কার্যকরী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আতোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও প্রবাসী উত্তবঙ্গবাসীসহ কমিউনিটি নেতৃবৃন্দকে স্বাগত জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠান মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, এনবিএফ’র নির্বাচন কমিশনের সদস্য আব্দুল মতিন, মোহাম্মদ নূরুল ইসলাম সাজু, কামরুজ্জামান কামরুল ও শাহীন আলম, উত্তরবঙ্গের কৃতি সন্তান ড. আনিস রহমান, ড. হারুন অর রশীদ, আশরাফুজ্জামান আশরাফ, নটরডেম কলেজেরে সাবেক শিক্ষিকা অধ্যাপিকা হুসনে আরা বেগম, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক-এর সহ সভাপতি শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বগুড়া ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাফেল তালুকদার, এনবিএফ’র অভিষেক আয়োজক কমিটির আহ্বায়ক ও জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, পঞ্চগড় জেলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর মিজানুর রহমান, এনবিএফ’র সমন্বয় কমিটির সদস্য রুহুল আমীন সরকার ও আইনী প্রতিষ্ঠান ল অফিসেস অব স্টুয়ার্ড এন. বাবিচ এন্ড জন এ, ভোস ইএসকিউ পিসি’র সহকারী কাজী জামান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এনবিএফ’র অন্যতম সহ সভাপতি হেলাল উদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন এনবিএফ’র সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর স্বাগত বক্তব্য রাখেন এনবিএফ’র অভিষেক আয়োজক কমিটির আহ্বায়ক ও জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান।
এরপর এনবিএফ’র নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের সিনিয়র সদস্য আব্দুল মতিন। পরবর্তীতে অতিথিসহ নতুন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান ও প্রচার সম্পাদক মোস্তফা কামাল মামুন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনবিএফ’র সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম ডাবলু, সহ সভাপতি আজিজুর রহমান পাতা ও ফতে নূর আলম বাবু, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান, কার্যকরী পরিষদ সদস্য রেজাউল করীম প্রমুখ।
অনুষ্ঠানে এনএফবি’র অভিষেক অনুষ্ঠান নিয়ে লেখা কবি সালেম সুলেরীর কবিতা পাঠ করেন দিমা নেফার তিতি।
অনুষ্ঠানে বক্তারা উত্তরবঙ্গের মানুষদের সহজ-সরল ও সামাজিক গুণাবলী সম্পন্ন ভালো মানুষ অখ্যায়িত এবং প্রবাসের সামাজিক সংগঠনগুলোর দ্বিধা-বিভক্তি দূর করে ঐক্যের উপর গুরুত্বারোপ করে আরো বলেন, সকল জেলার মানুষ ঐক্যবদ্ধ থাকলে সম্মিলিতভাবে স্ব স্ব জেলার প্রবাসীসহ দেশেও কল্যাণকর কাজ করা সহজ হবে। কেননা, ঐক্যের কোন বিকল্প নেই। অনুষ্ঠানে কেউ কেউ ব্যক্তিগত ধন-সম্পদ বৃদ্ধির চেয়ে সাধ্যমত মানুষের কল্যাণে সেবার হাত প্রসারিত করার আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী শমি সহ সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের শিল্পী বাপ্পী সোম, রানু নেওয়াজ, মিলন কুমার রায় প্রমুখ। এছাড়ও নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের সুপ্রভাত ফেরদৌসী ও প্রিয়তি। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ‘উত্তরঙ্গ’ শীর্ষক স্মরণিকা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব উপস্থাপনায় ছিলেন এনবিএফ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দিমা নেফার তিতি ও সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায়।
উল্লেখ্য, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইন্ক-এর ৪২ সদস্য কার্যকরী পরিষদের সাথে উত্তরবঙ্গের ষোলটি জেলার আরো ১৬জন জেলা প্রতিনিধি অন্তর্ভূক্ত রয়েছেন। আরো উল্লেখ্য, রাত সাড়ে ৯টার দিকে অনুষ্ঠান শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত এবং সময় স্বলপতার কারণে বক্তাদের বক্তব্য সংক্ষেপ করতে হয়।