মন্ত্রী এবং আ. লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের দাবী
- প্রকাশের সময় : ১০:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪
- / ৬৪৫ বার পঠিত
ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্পর্কে কটুক্তি করায় বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের দাবীতে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ওয়াশিংটন ডিসির ষ্টেট ডিপার্টমেন্টের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশী আমেরিকান সিটিজেনস ফোরাম আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতা-কর্মিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও বিএনপি কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্পর্কে যে কটুক্তি করেছেন তা নিন্দনীয়। এর ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সুসস্পর্ক অব্যাহত ছিল তা অচিরেই নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের একজন মন্ত্রী যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের ব্যাপারে সাহস পায় কোথা থেকে। তিনি অচিরের সৈয়দ আশরাফুলের কটুক্তি মুলক বক্তব্যের সঠিক বিচার দাবি করেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্ল, শরাফত হোসেন বাবু, জসিম উদ্দিন ভুঁইয়া, এম এ খালেক আকন্দ, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুবদল নেতা সারোয়ার খান বাবু, হাজী মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ। (টাইম টিভি)