নিউইয়র্ক ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ব্লগার ওয়াশিকুর হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০১৫
  • / ৬৩৬ বার পঠিত

নিউইয়র্ক: ঢাকায় ব্লগার অভিজিৎ রায় হত্যাকান্ডের এক মাসের মাথায় আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। ৩০ মার্চ সোমবার রাতে বাংলাদেশী অধ্যুষিত সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে অনুষ্ঠিত এই সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সংস্কৃতি কর্মী সহ মুক্তিযুদ্ধের সপক্ষের প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তারা ‘জল্লাদের উল্লাস মঞ্চ, এ আমার দেশ না’ লেখা শীর্ষক ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। এখনই তাদের প্রতিহত করা না গেলে বাংলাদেশে আবার জঙ্গিবাদের বিস্তৃতি ঘটবে। বক্তারা ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যাকান্ডের এক মাস পেরোতে না পেরোতেই ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। বক্তারা বলেন, অধ্যাপক হুমায়ূন আজাদ হত্যার বিচার হয়নি। যে কারণে খুুনিরা সাহস পেয়েই চলেছে। তারা একে একে ব্লগার রাজীবকে হত্যার পর অভিজিৎকে হত্যা করেছে। আর অভিজিত হত্যার প্রকৃত খুনিদের গ্রেফতারে রাষ্ট্রের ব্যর্থতার ধারাবাহিকতায় খুন হলেন ব্লগার ওয়াশিকুর। বক্তারা অবিলম্বে ওয়াশিকুরের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, টিভি অভিনেত্রী লুতফুন্নাহার লতা, অধ্যাপিকা হুসনে আরা বেগম, সাংবাদিক শরীফ সাহাবউদ্দিন ও মুজাহিদ আনসারী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু, জাকারিয়া চৌধুরী, গোপাল স্যানাল, শিবলী সাদেক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জোটের সভাপতি মিথুন আহমেদ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

ব্লগার ওয়াশিকুর হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

প্রকাশের সময় : ১২:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: ঢাকায় ব্লগার অভিজিৎ রায় হত্যাকান্ডের এক মাসের মাথায় আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। ৩০ মার্চ সোমবার রাতে বাংলাদেশী অধ্যুষিত সিটির জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে অনুষ্ঠিত এই সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সংস্কৃতি কর্মী সহ মুক্তিযুদ্ধের সপক্ষের প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন। সমাবেশে অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তারা ‘জল্লাদের উল্লাস মঞ্চ, এ আমার দেশ না’ লেখা শীর্ষক ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। এখনই তাদের প্রতিহত করা না গেলে বাংলাদেশে আবার জঙ্গিবাদের বিস্তৃতি ঘটবে। বক্তারা ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যাকান্ডের এক মাস পেরোতে না পেরোতেই ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। বক্তারা বলেন, অধ্যাপক হুমায়ূন আজাদ হত্যার বিচার হয়নি। যে কারণে খুুনিরা সাহস পেয়েই চলেছে। তারা একে একে ব্লগার রাজীবকে হত্যার পর অভিজিৎকে হত্যা করেছে। আর অভিজিত হত্যার প্রকৃত খুনিদের গ্রেফতারে রাষ্ট্রের ব্যর্থতার ধারাবাহিকতায় খুন হলেন ব্লগার ওয়াশিকুর। বক্তারা অবিলম্বে ওয়াশিকুরের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, টিভি অভিনেত্রী লুতফুন্নাহার লতা, অধ্যাপিকা হুসনে আরা বেগম, সাংবাদিক শরীফ সাহাবউদ্দিন ও মুজাহিদ আনসারী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ আহমেদ সাম্মু, জাকারিয়া চৌধুরী, গোপাল স্যানাল, শিবলী সাদেক প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জোটের সভাপতি মিথুন আহমেদ।