ব্রুকলীনে বৈশাখী মেলা ১৭ মে
- প্রকাশের সময় : ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫
- / ৫১২ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি ও কমিউিনিটি কাউন্সিল ১২ এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রুকলীনের আগামী ১৭ মে রোববার। এ উপলক্ষে ২৮ এপ্রিল শনিবার আয়োজকদের উদ্যোগে জ্যাকসন হাইটের ফুডকোর্ট রেষ্টুন্টের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা আয়োজক কমিটির আহবায়ক কাজী আশরাফ হোসেন নয়ন। এসময় আয়োজক কর্মকর্তাদের মধ্যে আলী ইমাম, কাজী সাখাওয়াত হোসেন আজম, শাহাবুদ্দীন চৌধুরী লিটন, এম.এ.লতিফ নয়ন, সঙ্গীত শিল্পী তানভীর শাহীন ও পার্থ গুপ্ত প্রমুখ সহ মেলা কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন মেলা কমিটির সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়ার প্রত্যয়ে এবং বাংলা নতুন বছর উপলক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। ব্রুকলীনের চার্চ এভিনিউতে (ম্যাকডোনাল্ড এভিনিউ ও ইস্ট ফাইভ স্ট্রীট-এর মাঝে) মেলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা থাকবে। এছাড়া থাকবে রকমারী পোশাক খাবার ও জুয়েলারীর স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন সহ বাংলাদেশ থেকে আগত এবং প্রবাসের শিল্পী ও সাংস্কৃতিক গ্রুপ সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে মেলায় উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেললে বলা হয়, মেলায় দেশ ও প্রবাসের শিল্পীদের মাঝে সঙ্গীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীনসহ প্রবাসের শিল্পী শাহনাজ লিপি, তারভীর শাহীন, শাহ মাহবুব, ন্যান্সি খান, লিমন চৌধুরী, রিনা চেীধুরী, খায়রুল বাশার এবং প্রবাসের ব্যান্ড মাকর্ট। মেলার র্যাফল ড্রতে থাকবে ‘নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক’ ফিরতি বিমানের টিকেট, ¯¦র্ণ অলংকারসহ আকর্ষণীয় অনেকগুলো পুরষ্কার। মেলার কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন সৈয়দ এম রেজা। অন্যান্যদেরে মাঝে সহযোগিতায় রয়েছেন তরিকুল হায়দার চৌধুরী, মনির আহমেদ, কামাল হোসেন মিঠু, জাহাঙ্গীর আলম, আসিকুর রহমান, আবুল কাশেম, কাউসার চৌধুরী, মাহবুবুল আলম, কিরন, রহিম, দিলদার হোসেন, পাশা মউলী, নিপু ইসলাম, শাকায়াত মহসীন, মীর কাফের রাসেল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন শাহাবুদ্দীন চৌধুরী লিটন আর ম্যাগাজিনের দায়িত্বে রয়েছেন এম এ লতিফ নয়ন, আরিফ চৌধুরী ও আরিফুল ইসলাম। প্রচারে রয়েছেন ইকবাল হায়দার।