ব্রুকলীনের কলাম্বাস সফিকুল আলম (অল স্টার) আর নেই
- প্রকাশের সময় : ০১:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
- / ৬১৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির ব্রুকলীনে প্রবাসী বাঙালীদের কলাম্বাস মোহাম্মদ সফিকুল আলম (অল স্টার) আর নেই (ইন্নালিল্লাহি……..রাজেউন)। তার বয়স হয়েছিলো ৬৭ বছর। গত ২৭ ডিসেম্বর শনিবার সকাল ৭টা ৫ মিনিটে ম্যানহাটানস্থ মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। তিনি প্রায় ৪০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন।
জানা গেছে, কন্সট্রাকশন ব্যবসায়ী সফিকুল আলম (অল স্টার) বছর দেড়েক আগে কর্মস্থলে মাথায় আঘাত পান। সেই থেকে তার মাথায় সমস্যা দেখা দেয়। চলতে থাকে চিকিৎসা। মাঝে মধ্যে তিনি সুস্থ্য থাকলেও আবার অসুস্থ্য হয়ে পড়েন। সর্বশেষ গত সপ্তাহে তার অবস্থার অবনতি ঘটলে তাকে মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ ডিসেম্বর সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ব্রুকলীনে শোকের ছায়া নেমে আসে।
নামাজে জানাজা: গত ২৮ ডিসেম্বর বাদ এশা ব্রুকলীস্থ বাংলাদেশ মুসলিম সেন্টারে শফিকুল আলম (অল স্টার)-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের (একাংশ) সাধারণ সম্পাদক দরুদ মিয়া রনেল সহ কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। তার মরদেহ স্থানীয় ফিউনেরাল হোমে রাখা হয়েছে।
দাফন হবে সন্দ্বীপে: সন্দ্বীপ এসোসিয়েশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আলম (অল স্টার)-এর মরদেহ তার গ্রামের বাড়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউড়িয়ায় দাফন করা হবে। এজন্য তার মরদেহ ২৯ ডিসেম্বর সোমবার নিউইয়র্ক থেকে ঢাকায় পাঠানো হবে।
শোক প্রকাশ: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা শফিকুল আলম (অল স্টার)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি সৈয়দ আতিকুর রহমান ও যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের (একাংশ) সাধারণ সম্পাদক দরুদ মিয়া রনেল। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন সন্দ্বীপ এসোসিয়েশন ও বাউড়িয়া জণকল্যাণ সমিতি, নিউইয়র্ক-এর নেতৃবৃন্দ।