ব্রঙ্কসে সম্মিলিতভাবে একুশে উদযাপনে কমিটি গঠিত

- প্রকাশের সময় : ০১:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬
- / ১০৮২ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসে প্রতিবছরের মতো এবারও সম্মিলিত আয়োজনে অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে। এই উপলক্ষ্যে ব্রঙ্কসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় ‘একুশ উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে।
স্থানীয় পার্কচেষ্টারস্থ নানশ্যাক রেষ্টুরেন্টে গত ২৪ জানুয়ারী রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এন মজুমদার। সভায় বিস্তারিত আলোচনার পর বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট এন মজুমদারকে আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মোহাম্মদ শামীম মিয়াকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভার সিদ্দান্ত মোতাবেক পরবর্তীতে এই কমিটিতে আরো নাম অন্তর্ভূক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা ইউএনএ প্রতিনিধিকে জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মিয়া, শাহেদ আহম্মদ, প্রভাষক খলিলুর রহমান, ফরিদা ইয়াসীন, এ ইসলাম মামুন, নজরুল হক, মুজাফফর আহমদ, মনজুর চৌধুরী জগলু, বোরহান উদ্দিন, আব্দুল গাফফার চৌধুরী খসরু, মুন্সী আহাদ জামান, ইমরান শাহ রন, আব্দুল বাসির খান, সাংবাদিক হাবিবুর রহমান ও সঙ্গীত শিল্পী শম্পা জামান।
ব্রঙ্কসের সম্মিলিত একুশ উদযাপন কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক- এন মজুমদার, যুগ্ম আহ্বায়ক- আব্দুল হাসিম হাসনু, মনজুর চৌধুরী জগলু, ফরিদা ইয়াসীম ও প্রভাষক খলিলুর রহমান, সদস্য সচিব- মোহাম্মদ শামীম মিয়া, যুগ্ম সদস্য সচিব- এ ইসলাম মামুন ও মোহাম্মদ শাহ আলম, প্রধান সমন্বয়কারী- নজরুল হক, সাখাওয়াত আলী ও শেখ আল মামুন। ফাইন্যান্স কমিটি- মনজুর চৌধুরী জগলু, এ ইসলাম মামুন ও শাহেদ আহমদ। প্রচার- বোরহার উদ্দিন। পোষ্টার ও মিডিয়া- মনজুর চৌধুরী জগলু, এ ইসলাম মামুন।খবর ইউএনএ’র।