বেগমগঞ্জ সোসাইটির নির্বাচনে আমিন-বাদল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী
- প্রকাশের সময় : ০৩:২১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪
- / ৬৬৫ বার পঠিত
নিউইয়র্ক: ‘দি গ্রেটার বেগমগঞ্জ সোসাইটির ইউএসএ ইনক’র নির্বাচনে ‘আমিন-বাদল’ পরিষদ পুর্ণ প্যানেল জয়লাভ করেছে। ব্রুকলীনের ৮০১ ডিন ষ্ট্রিটের একটি কমিউনিটি সেন্টারে গত ২০ ডিসেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন সভাপতি ও মো: হাসানুজ্জামান বাদল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন ‘হক-সেলিম’ পরিষদ। এই পরিষদের সভাপতি পদপ্রার্থী ছিলেন ছায়দুল হক আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এম ডি সেলিম চৌধুরী। নির্বাচনে সংগঠনের কার্যকরী পরিষদের ১৭টি পদে দুই পরিষদ থেকে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি পদে একক প্রার্থী থাকায় ঐ পদে নির্বাচন হয়নি, তিনি (প্রার্থী) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে নয় টায় প্রধান নির্বাচন কমিশনার গোলাম সারওয়ার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশন সদস্য মোহাম্মদ সোহেল (হেলাল), আব্দুল হাই, শাহ নাসেরসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থী, প্যানেল পরিচালনা কমিটির সদস্য, সাধারণ সদস্যবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। এজন্য কেন্দ্রে ৭টি বুথ ব্যবহার করা হয়। নির্বাচনে ১১০০ জন ভোটারের মধ্যে ৭৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরাপত্তা কর্মী ছাড়াও দুই প্যানেলের ১১জন এজেন্ট কেন্দ্রে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহত্তর বেগমগঞ্জ সোসাইটির অতীতের যে কোন সময়ের তুলনায় এবারের নির্বাচন ছিলো তাৎপর্যপূর্ণ। নির্বাচন ঘিরে ব্রুকলীন এলাকা বিশেষ করে ফুলটন ছিলো সরগরম।
নির্বাচনে বিজয়ীরা হলেন : সভাপতি- নূরুল আমিন, সহ সভাপতি- এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক- মো: হাসানুজ্জামান (বাদল), সহ সাধারণ সম্পাদক- মীর আব্দুল গোফরান, অর্থ সম্পাদক- মোহাম্মদ নূর রহমান (হাশেম), সহ অর্থ সম্পাদক- রেজাউল হক রাজু, সাংগঠনিক সম্পাদক- রহমত উল্লাহ (বাবুল), প্রচার সম্পাদক- মহিউদ্দিন (পাভেল), দপ্তর সম্পাদক- দিন ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক- মোহাম্মদ ইয়াছিন, ধর্ম বিষয়ক সম্পাদক- মো: ফখরুল ইসলাম (পান্নু), ক্রীড়া সম্পাদক- শহীদুল আলম, কার্য নির্বাহী পরিষদ সদস্য: শাহ আলম, তাজু মিয়া, মহিন উদ্দিন, আলা উদ্দিন (ফিরোজ)। উল্লেখ্য, নির্বাচনে মহিলা সম্পাদিকা রাবেয়া আক্তার এর বিপরীতে কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ‘আমিন-বাদল’ পরিষদের বিজয়ী প্রার্থীরা উল্লাসে ফেটে পড়েন। তারা সকলে একত্রিত হয়ে বিজয় চিহ্ন ‘ভি’ প্রদর্শন করেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মো: হাসানুজ্জামান বাদল নির্বাচন কমিশন ও ভোটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে সকল প্রবাসী বেগমগঞ্জবাসীকে নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।