বৃটিশ পার্লামেন্টের প্রার্থী রুশনারা ও টিউলিপের সাথে শাহীন আজমলের মতবিনিময়

- প্রকাশের সময় : ০৩:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০১৫
- / ৭৬২ বার পঠিত
নিউইয়র্ক: বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশী বংশোদ্ভূত লেবার পার্টির দুই প্রার্থী রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহীন। অতি সম্প্রতি লন্ডন সফরকালে তিনি এই দুই প্রার্থীর সাথে মতবিনিময় করেন। উল্লেখ্য, রুশনারা আলী ইতিপূর্বে বৃটিশ পার্লামেন্টর সদস্য নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ এবারই প্রথম বৃটিশ পার্লামেন্টে প্রতিদ্বন্দিতা করছেন। খবর ইউএনএ’র।
শাহীন আজমল শাহীন লন্ডন সফর শেষে ইউএনএ প্রতিনিধিকে বলেন, বৃটেনের মূলধারার রাজনীতিতে বাংলাদেশী-বৃটিশরা অনেকটাই এগিয়ে রয়েছে। ক্ষমতাসীন লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টিসহ অন্যান্য পার্টিতে প্রবাসী বাংলাদেশীদের অবস্থানও শক্ত। আসন্ন বৃটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশী বংশদ্ভুত দুই প্রার্থীর অবস্থান খুবই ভালো। মূলধারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জরিপে তাদের অবস্থানও ভালো। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে দুই প্রার্থীর জন্য কাজ করে চলেছেন।
শাহীন আজমল শাহীন বলেন, বৃটেনের মূলধারার রাজনীতি আর মিডিয়ায় টিউলিপ সিদ্দিকী এখন আলোচিত নাম। বয়সে তরুণী হয়েও নির্বাচনী প্রচারণার মাধ্যমে টিউলিপ অনেকেরই দৃষ্টি কেড়েছেন। নির্বাচনী প্রচারণায় টিউলিপ শান্তি, উন্নয়ন আর নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তার বক্তব্য সকলেরই মন জয় করতে সক্ষম হচ্ছে।
মূলধারার বাইরেও প্রবাসী বাঙালী নীতি-নির্ধারকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী। নির্বাচনে জয়ের লক্ষ্যে উভয় প্রার্থী প্রচুর পরিশ্রম করছেন বলে জানান শাহীন আজমল শাহীন।
শাহীন আজমল শাহীন ইউএনএ প্রতিনিধিকে বলেন, লন্ডন সফরকালে ব্যস্ততার মধ্যেই তিনি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী অফিস পরিদর্শন ও নির্বাচনী প্রচারাভিযান প্রত্যক্ষ এবং তাদের সাথে মতবিনিময় করেন। এসময় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা ডি এম রনেল তার সাথে ছিলেন।
মতবিনিময়কালে টিউলিপ সিদ্দিকী বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ের ব্যাপারে তিনি খুবই আশাবাদী। কেননা, তার নির্বাচনী এলাকায় কয়েক বছর ধরেই লেবার পার্টির প্রার্থী জয়ী হয়ে আসছেন। সেই দিক বিবেচনায় আগামী নির্বাচনেও তিনি ভালো ফল করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাসী। যদিও অতীতের নির্বাচনগুলোতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ছিলো খুবই অল্প। এসময় টিউলিপ সিদ্দিকীর স্বামী মি. ক্রিস উপস্থিত ছিলেন বলে জানান শাহীন আজমল।