নিউইয়র্ক ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিয়ানীবাজার সমিতির নির্বাচন ২৭ সেপ্টেম্বর : তফসীল ঘোষণা : এবার ভোটার ১৩৮৬ জন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
  • / ৪৫৯ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর রোববার। সমিতির নির্বাচন কমিশন, উপদেষ্টা পরিষদ ও কার্যকরীর পরিষদের যৌথ সভায় নির্বাচন অনুষ্ঠানের দিন-তারিখ সহ নির্বাচনী তফসীল চুড়ান্ত করা হয়েছে। গত ২ আগষ্ট রোববার ওজনপার্কের মতিন রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন নির্বাচনী বিধিমালা ও তফসীল ঘোষণা করেছেন।
সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় গৃহীত নির্বাচনী তফসীল মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহ আগামী ১৬-১৭ আগষ্ট, মনোনয়নপত্র দাখিল ২৩ আগষ্ট আর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে ২৬ আগষ্ট। নির্ধারিত দিনগুলোতে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমিতির নিজ¯^ কার্যালয় থেকে এসব নির্বাচনী কর্মকান্ড পরিচালিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচনের স্থান ও সময় পরে জানানো হবে। এদিকে সমিতি ঘোষিত ভোটার হওয়ার সর্বশেষ তারিখ ছিলো ২৬ জুলাই। এদিন পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৯৬জন। খবর ইউএনএ’র।
সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেল, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন ও প্রচার সম্পাদক জাকির হোসেন সহ কর্মকর্তাদের সার্বিক তত্তাবধানে ওজনপার্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে ভোটার হওয়ার কর্মকান্ড পরিচালিত হয়।
আজিমুর রহমান বোরহান জানান, সমিতির এবারের মোট ভোটার ১৩৮৬জন। এরমধ্যে আজীবন সদস্য ৭৩৯জন, সিনিয়র সদস্য ৪৭জন এবং সাধারণ সদস্য ৬৩১জন। ভোটার নবায়ন প্রক্রিয়ার মাধ্যমে সমিতির আয় হয়েছে ১৪ হাজার ১২০ ডলার।
অপরদিকে বিয়ানীবাজার সমিতির আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা, জল্পনা-কল্পনা। তবে সভাপতি পদে সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মাসুদুল হক ছানু প্রার্থী হচ্ছেন এটি চুড়ান্ত হয়েছে। ইতিমধ্যেই তিনি তার প্রার্থীতার কথা সংশ্লিষ্টদের জানিয়েছেন। তার প্রতি সমিতির বর্তমান সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানা গেছে। নির্বাচনে তার সাথে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেল। অর্থাৎ ‘ছানু-রুহেল’ প্যানেল হচ্ছে এটা প্রায় নিশ্চিত।
সমিতির সদস্যপদ প্রদানের শেষ দিনে মাসুদুল হক সানু তার সদস্য পদ জমা দেয়ার সময় বাংলাদেশ সোসাইটি ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমেদ, সোসাইটির ট্রাষ্টিবোর্ডের সাবেক সদস্য মকবুল রহীম চুনুই, সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান তোতা ও আব্দুর রাজ্জাক (লাউতা), ব্রঙ্কস বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা নূরুল আহিয়া, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল কাদিরসহ ওয়াহিদুর রহমান কয়েস, শামীম আহমদ, হেলাল আহমদ, আহমদ মোস্তফা, গৌছ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনের কর্মকর্তারা হচ্ছেন: মোহাম্মদ আনোয়ার হোসেন (প্রধান নির্বাচন কমিশনার), মোস্তফা কামাল, কামাল হোসেন, আবুল হোসেন ও রিজু মোহাম্মদ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিয়ানীবাজার সমিতির নির্বাচন ২৭ সেপ্টেম্বর : তফসীল ঘোষণা : এবার ভোটার ১৩৮৬ জন

প্রকাশের সময় : ০৯:৩৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর রোববার। সমিতির নির্বাচন কমিশন, উপদেষ্টা পরিষদ ও কার্যকরীর পরিষদের যৌথ সভায় নির্বাচন অনুষ্ঠানের দিন-তারিখ সহ নির্বাচনী তফসীল চুড়ান্ত করা হয়েছে। গত ২ আগষ্ট রোববার ওজনপার্কের মতিন রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন নির্বাচনী বিধিমালা ও তফসীল ঘোষণা করেছেন।
সমিতির সভাপতি আজিমুর রহমান বুরহানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় গৃহীত নির্বাচনী তফসীল মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহ আগামী ১৬-১৭ আগষ্ট, মনোনয়নপত্র দাখিল ২৩ আগষ্ট আর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে ২৬ আগষ্ট। নির্ধারিত দিনগুলোতে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সমিতির নিজ¯^ কার্যালয় থেকে এসব নির্বাচনী কর্মকান্ড পরিচালিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচনের স্থান ও সময় পরে জানানো হবে। এদিকে সমিতি ঘোষিত ভোটার হওয়ার সর্বশেষ তারিখ ছিলো ২৬ জুলাই। এদিন পর্যন্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৯৬জন। খবর ইউএনএ’র।
সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেল, কোষাধ্যক্ষ হেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন ও প্রচার সম্পাদক জাকির হোসেন সহ কর্মকর্তাদের সার্বিক তত্তাবধানে ওজনপার্কের রোজ বেঙ্গল রেষ্টুরেন্টে ভোটার হওয়ার কর্মকান্ড পরিচালিত হয়।
আজিমুর রহমান বোরহান জানান, সমিতির এবারের মোট ভোটার ১৩৮৬জন। এরমধ্যে আজীবন সদস্য ৭৩৯জন, সিনিয়র সদস্য ৪৭জন এবং সাধারণ সদস্য ৬৩১জন। ভোটার নবায়ন প্রক্রিয়ার মাধ্যমে সমিতির আয় হয়েছে ১৪ হাজার ১২০ ডলার।
অপরদিকে বিয়ানীবাজার সমিতির আসন্ন নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা, জল্পনা-কল্পনা। তবে সভাপতি পদে সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার মাসুদুল হক ছানু প্রার্থী হচ্ছেন এটি চুড়ান্ত হয়েছে। ইতিমধ্যেই তিনি তার প্রার্থীতার কথা সংশ্লিষ্টদের জানিয়েছেন। তার প্রতি সমিতির বর্তমান সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানা গেছে। নির্বাচনে তার সাথে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুহেল। অর্থাৎ ‘ছানু-রুহেল’ প্যানেল হচ্ছে এটা প্রায় নিশ্চিত।
সমিতির সদস্যপদ প্রদানের শেষ দিনে মাসুদুল হক সানু তার সদস্য পদ জমা দেয়ার সময় বাংলাদেশ সোসাইটি ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কামাল আহমেদ, সোসাইটির ট্রাষ্টিবোর্ডের সাবেক সদস্য মকবুল রহীম চুনুই, সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান তোতা ও আব্দুর রাজ্জাক (লাউতা), ব্রঙ্কস বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা নূরুল আহিয়া, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি আব্দুল কাদিরসহ ওয়াহিদুর রহমান কয়েস, শামীম আহমদ, হেলাল আহমদ, আহমদ মোস্তফা, গৌছ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনের কর্মকর্তারা হচ্ছেন: মোহাম্মদ আনোয়ার হোসেন (প্রধান নির্বাচন কমিশনার), মোস্তফা কামাল, কামাল হোসেন, আবুল হোসেন ও রিজু মোহাম্মদ।