নিউইয়র্ক ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিনা চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীকে অনুষ্ঠান করতে দেবে না যুক্তরাষ্ট্র বিএনপি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫
  • / ৬৮৫ বার পঠিত

নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে তাকে বিনা চ্যালেঞ্জে একটি অনুষ্ঠানও করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি’র একাংশ। দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরাফত হোসেন বাবু ও সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ সংগঠনের আয়োজিত এক কর্মী সভায় বক্তারা এই চ্যালেঞ্জ ছুড়ে দেন নেতৃবৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারা নিউইয়র্ক সফরের প্রতিবাদে সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উল্লেখিত কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খায়রুল এনাম, বিশেষ অতিথি ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভুঁইয়া। সভা পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। সভায় তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি জাহাঙ্গীর এম আলম স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি প্রমাণ্যচিত্র দেখান।
সভায় অ্যাডভোকেট খায়রুল এনাম ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতনের কথা উল্লে করে বলেন, দেশে-বিদেশে জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সরবকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকত না। বিএনপি স্বৈতন্ত্রে নয়, গণতন্ত্রে বিশ্বাস করে বলেই গণতান্ত্রিক আন্দোলন চায়, নির্বাচন চায়। আর আওয়ামী লীগ ক্ষমতার জোরে ক্ষমতায় থাকতে চায়, গণতন্ত্র ধ্বাংস করতে চায়।
সভায় বক্তারা ‘যেখানে শেখ হাসিনা, সেখানোই প্রতিরোধ’ কর্মসূচীর অংশ হিসেবে তাদের ভাষায় ‘অবৈধ সরকার’-এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই অনুষ্ঠান করবেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা বলেন, অতীতেও চ্যালেঞ্জ ছাড়া শেখ হাসিনা নিউইয়র্কে একটি সভাও করতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। তারা সরকারের হামলা-মামলা, গ্রেফতার, জেল-জুলুমের প্রতিবাদ জানান এবং দলের আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দাবী করেন।
উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট সফরে আসছেন। প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর, জাতিসংঘ ভবনের সামনে এবং প্রধানমন্ত্রীকে প্রদত্ত্ব সম্বর্ধনা অনুষ্ঠান স্থলের কাছে বিক্ষোভ-সমাবেশ করবে যুক্তরাষ্ট্র বিএনপি। দীর্ঘ চার বছর ধরে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র দ্বিধা-বিভক্ত সকল অংশই একই কর্মসূচী গ্রহণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিনা চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীকে অনুষ্ঠান করতে দেবে না যুক্তরাষ্ট্র বিএনপি

প্রকাশের সময় : ০৩:০২:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে তাকে বিনা চ্যালেঞ্জে একটি অনুষ্ঠানও করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি’র একাংশ। দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শরাফত হোসেন বাবু ও সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি ও ৩৪ সংগঠনের আয়োজিত এক কর্মী সভায় বক্তারা এই চ্যালেঞ্জ ছুড়ে দেন নেতৃবৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারা নিউইয়র্ক সফরের প্রতিবাদে সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় উল্লেখিত কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট খায়রুল এনাম, বিশেষ অতিথি ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন ভুঁইয়া। সভা পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। সভায় তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি জাহাঙ্গীর এম আলম স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি প্রমাণ্যচিত্র দেখান।
সভায় অ্যাডভোকেট খায়রুল এনাম ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতনের কথা উল্লে করে বলেন, দেশে-বিদেশে জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই সরবকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিএনপির জন্ম না হলে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকত না। বিএনপি স্বৈতন্ত্রে নয়, গণতন্ত্রে বিশ্বাস করে বলেই গণতান্ত্রিক আন্দোলন চায়, নির্বাচন চায়। আর আওয়ামী লীগ ক্ষমতার জোরে ক্ষমতায় থাকতে চায়, গণতন্ত্র ধ্বাংস করতে চায়।
সভায় বক্তারা ‘যেখানে শেখ হাসিনা, সেখানোই প্রতিরোধ’ কর্মসূচীর অংশ হিসেবে তাদের ভাষায় ‘অবৈধ সরকার’-এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই অনুষ্ঠান করবেন সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা বলেন, অতীতেও চ্যালেঞ্জ ছাড়া শেখ হাসিনা নিউইয়র্কে একটি সভাও করতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। তারা সরকারের হামলা-মামলা, গ্রেফতার, জেল-জুলুমের প্রতিবাদ জানান এবং দলের আটককৃত নেতা-কর্মীদের মুক্তি দাবী করেন।
উল্লেখ্য, জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট সফরে আসছেন। প্রতিবারের মতো এবারো প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর, জাতিসংঘ ভবনের সামনে এবং প্রধানমন্ত্রীকে প্রদত্ত্ব সম্বর্ধনা অনুষ্ঠান স্থলের কাছে বিক্ষোভ-সমাবেশ করবে যুক্তরাষ্ট্র বিএনপি। দীর্ঘ চার বছর ধরে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র দ্বিধা-বিভক্ত সকল অংশই একই কর্মসূচী গ্রহণ করেছে।