নিউইয়র্ক ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিএনপি নেতা খোকার টিউমার অপসারণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০১৬
  • / ৮৪০ বার পঠিত

নিউইয়র্ক: বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার দেহ থেকে টিউমার অপসারণ করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত ১৩ জুন সোমবার নিউইয়র্ক সিটিস্থ বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং হাসপাতালে ক্যান্সর বিশেষঞ্জ ডা. প্যাট্রিক জে বোলান্ড-এর তত্বাবধানে সার্জারী সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত খোকা ২০১৪ সালের ডিসেম্বর থেকে চিকিৎসার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় শুরু হওয়া অপারেশন শেষ হয় বেলা একটার দিকে। তার বাম উরু থেকে টিউমারটি সারানোর পরও সাড়ে ছয় ঘন্টা তাকে বিশেষ তত্বাবধানে রাখা হয় এবং সাড়ে ছয় ঘন্টা পর কেবিনে স্থানান্তর করা হয়। অপারেশনের সময় বিএনপি নেতা খোকার স্ত্রী ইসমত আরা, জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন ও তার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না হাসপাতালে ছিলেন।
Khoka at hospital-2সাদেক হোসেন খোকাকে অন্তত এক সপ্তাহ হাসাপতালে থাকতে হবে। ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি ২০১৪ সালে নিউইয়র্কে আসার পর মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং হাসপাতালে চিকিৎসা নেয়া শুরু করেন এবং চিকিৎসাকালীন সময়ের কয়েক মাস পর তার বাম উরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসকরা তা অপসারণের সিদ্ধান্ত নেন। এজন্য গত ৯ জুন তিনি হাসপাতালে ভর্তি হন।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একাধিক নেতা হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নিয়েছেন। এসব নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ ও অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় জাসাস-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈ আহমেদ যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, ফ্লোরিডা বিএনপি’র সভাপতি দিনাজ খান, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি মওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, শফিক রহমান মুক্তি পরিষদের আহ্বায়ক পারভেজ সাজ্জাদ ও সদস্য সচিব এম এ খালেক প্রমুখ।
সাদেক হোসেন খোকাও তার রোগ মুক্তির জন্য সকল প্রবাসী বাংলাদেশীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বিএনপি নেতা খোকার টিউমার অপসারণ

প্রকাশের সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০১৬

নিউইয়র্ক: বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার দেহ থেকে টিউমার অপসারণ করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত ১৩ জুন সোমবার নিউইয়র্ক সিটিস্থ বিশ্বখ্যাত মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং হাসপাতালে ক্যান্সর বিশেষঞ্জ ডা. প্যাট্রিক জে বোলান্ড-এর তত্বাবধানে সার্জারী সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত খোকা ২০১৪ সালের ডিসেম্বর থেকে চিকিৎসার জন্য নিউইয়র্কে অবস্থান করছেন।
জানা গেছে, সোমবার সকাল ১০টায় শুরু হওয়া অপারেশন শেষ হয় বেলা একটার দিকে। তার বাম উরু থেকে টিউমারটি সারানোর পরও সাড়ে ছয় ঘন্টা তাকে বিশেষ তত্বাবধানে রাখা হয় এবং সাড়ে ছয় ঘন্টা পর কেবিনে স্থানান্তর করা হয়। অপারেশনের সময় বিএনপি নেতা খোকার স্ত্রী ইসমত আরা, জ্যেষ্ঠ পুত্র ইশরাক হোসেন ও তার একান্ত সচিব সিদ্দিকুর রহমান মান্না হাসপাতালে ছিলেন।
Khoka at hospital-2সাদেক হোসেন খোকাকে অন্তত এক সপ্তাহ হাসাপতালে থাকতে হবে। ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি ২০১৪ সালে নিউইয়র্কে আসার পর মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং হাসপাতালে চিকিৎসা নেয়া শুরু করেন এবং চিকিৎসাকালীন সময়ের কয়েক মাস পর তার বাম উরুতে টিউমার দেখা দেয়। এই টিউমারে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ার আগেই চিকিৎসকরা তা অপসারণের সিদ্ধান্ত নেন। এজন্য গত ৯ জুন তিনি হাসপাতালে ভর্তি হন।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একাধিক নেতা হাসপাতালে গিয়ে তার খোঁজ খবর নিয়েছেন। এসব নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ ও অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় জাসাস-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈ আহমেদ যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, ফ্লোরিডা বিএনপি’র সভাপতি দিনাজ খান, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি মওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, শফিক রহমান মুক্তি পরিষদের আহ্বায়ক পারভেজ সাজ্জাদ ও সদস্য সচিব এম এ খালেক প্রমুখ।
সাদেক হোসেন খোকাও তার রোগ মুক্তির জন্য সকল প্রবাসী বাংলাদেশীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।