বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এনামুল মালিক আর নাই

- প্রকাশের সময় : ০৮:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫
- / ১৪৯২ বার পঠিত
নিউইয়র্ক: বিশিষ্ট শিল্পপতি, কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক’র সাবেক সভাপতি আলহাজ এনামুল মালিক (৬৯) আর নেই। ৩ জুন বুধবার বিকেল ৪.২০ মিনিটে তিনি ম্যানহাটানাস্থ কলম্বিয়া প্রেসবিটারিয়ান হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি……….রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা, ভাইসহ আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখী রেখে যান। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা জেলার বুড়িচং ব্রক্ষণবাড়িয়ার সন্তান এনামুল মালিক ব্যক্তিগত জীবনে একজন ফার্মাসিস্ট ও শিল্পপতি ছিলেন। ছিলেন ধর্মপ্রাণ ও দানবীর। একজন সমাজসেবী হিসেবে দেশ-প্রবাসের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য ও বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র আজীবন সদস্য ছাড়াও তিনি একাধিক মসজিদ ও সামাজিক সংগঠন নির্মাণ/প্রতিষ্ঠা করেন এবং এসব প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ/পরোক্ষভাবে জড়িত ছিলেন।
জানাজা: মরহুম এনামুল মালিকের নামাজে জানাজা বুধবার বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ জানাজা নামাজে ইমাতি করেন। জানাজায় মরহুমের ছোট ভাই মামুনুল মালিক ও তার আতœীয়-স্বজন, বন্ধুসহ কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। পরদিন ৪ জুন বৃহস্প্রতিবার দুপুরে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ লং ওয়াশিংটন মুসলিম মেমোরিয়াল কবরস্থানে দাফন করার কথা।
শোক প্রকাশ: এনামুল মালিকের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও আলহাজ এনামুল মালিকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আরো শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ও সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, সোসাইটির সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সভাপতি বিলাল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সেবুল মিয়া।