নিউইয়র্ক ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ সোসাইটির বৈশাখী মেলা ১৪ এপ্রিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / ৫৯৬ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইন্ক বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী মেলার আয়োজেন করবে। আগামী ১৪ এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ-এর দিন জ্যাকসন হাইটসস্থ বেলাজিনো ব্যাঙ্কুয়েট সংলগ্ন পার্কিং লটে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার কার্যক্রম চলবে বেলা ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত। মেলায় স্টল ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১২ মার্চ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সোসাইটির কার্যকরী পরিষদের সভায় বৈশাখী মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। সভার সিদ্ধান্ত মোতাবেক বৈশাখী মেলা সফল করার জন্য সোসাইটির সহ সভাপতি আবুল খালেক খায়েরকে আহ্বায়ক, কার্যকরী পরিষদের সদস্য আজাদ বাকেরকে সদস্য সচিব, এম কে জামানকে প্রধান সমন্বয়কারী ও সারোয়ার খান বাবুকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়।
সভার অপর এক প্রস্তাবে আগামী ১৮ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় ব্রুকলীনস্থ নোয়াখালী সমিতি ভবনে ইমিগ্রেশন বিষয়ক এক সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানায়, সভায় আগামী ২৬ মার্চ বোববার ব্রুকলীনের পিএস ১৭৯ মিলনায়তনে আয়োজিতব্য বাংলাদেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান সফল করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শিশু-কিশোর-কিশোরীদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ সোসাইটির বৈশাখী মেলা ১৪ এপ্রিল

প্রকাশের সময় : ১২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইন্ক বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী মেলার আয়োজেন করবে। আগামী ১৪ এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ-এর দিন জ্যাকসন হাইটসস্থ বেলাজিনো ব্যাঙ্কুয়েট সংলগ্ন পার্কিং লটে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার কার্যক্রম চলবে বেলা ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত। মেলায় স্টল ছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১২ মার্চ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সোসাইটির কার্যকরী পরিষদের সভায় বৈশাখী মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। সভার সিদ্ধান্ত মোতাবেক বৈশাখী মেলা সফল করার জন্য সোসাইটির সহ সভাপতি আবুল খালেক খায়েরকে আহ্বায়ক, কার্যকরী পরিষদের সদস্য আজাদ বাকেরকে সদস্য সচিব, এম কে জামানকে প্রধান সমন্বয়কারী ও সারোয়ার খান বাবুকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়।
সভার অপর এক প্রস্তাবে আগামী ১৮ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় ব্রুকলীনস্থ নোয়াখালী সমিতি ভবনে ইমিগ্রেশন বিষয়ক এক সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানায়, সভায় আগামী ২৬ মার্চ বোববার ব্রুকলীনের পিএস ১৭৯ মিলনায়তনে আয়োজিতব্য বাংলাদেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান সফল করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে থাকবে শিশু-কিশোর-কিশোরীদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।