নিউইয়র্ক ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৩ অক্টোবর : ইসি’র কাছে ভোটার তালিকা হস্তান্তর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬
  • / ৬৩৪ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইন্ক’র আসন্ন নির্বাচন আগামী ২৩ অক্টোবর। সোসাইটির কার্যকরী পরিষদ ও নির্বাচন কমিশনের মধ্যকার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্ভাব্য দুই প্যানেল তাদের প্রার্থী মনোনয়নে দৌড়-ঝাপ শুরু করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কামাল-রুহুল’ প্যানেল চুড়ান্ত হলেও অপর প্যানেল ‘কুনু-আজম’ প্যানেল গঠনে টানাপোড়ন চলছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই তাদের প্যানেল ঘোষণা করেনি। অপরদিকে নির্বাচন উপলক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি)-এর কাছে ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। আজীবন সদস্য সহ এবার ভোটার হচ্ছেন ১৮ হাজার ৫৫১জন।
সোসাইটি অফিসে ৭ আগষ্ট রোববার সন্ধ্যায় আয়োজিত কার্যকরী পরিষদ ও নির্বাচন কমিশন (ইসি)-এর যৌথ সভায় ইসির কাছে ভোটার তালিকা হস্তান্তর করা হয়। সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। সভায় প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতানের নেতৃত্বে ইসি’র অন্যান্য সদস্য এবং কার্যকরী পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, সোসাইটির নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ততই নড়েচড়ে বসছেন। বিশেষ করে ‘কামাল-রুহুল’ ও ‘কুনু-আজম’ প্যানেলের সম্ভাব্য প্রার্থীরা গণ সংযোগের পাশাপাশি প্যানেল গঠনে উদ্যোগী হয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুই প্যানেলের প্রার্থীরা কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের বনভোজন অনুষ্ঠানকে বেছে নিয়েছেন। তারা বনভোজন অনুষ্ঠানে গিয়ে দোয়া ও সহযোগিতার পাশাপাশি ভোট প্রার্থনা করছেন। এই প্রচারণায় ‘কামাল-রুহুল’ এগিয়ে রয়েছেন। সূত্র মতে ‘কামাল-রুহুল’ প্যানেল চুড়ান্তের পথে। যেকোন সময় এই প্যানেল ঘোষিত হতে পারে। সোসাইটির বর্তমান কমিটির অধিকাংশ কর্মকর্তা ‘কামাল-রুহুল’ প্যানেলের সাথে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ‘কামাল-রুহুল’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ।
অপরদিকে ‘কামাল-আজম’ প্যানেলের গঠন নিয়ে টানাপোড়ন চলছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। সূত্র মতে, সভাপতি পদের দায়িত্বে থেকে নিজেকে নিরপেক্ষ রাখতেই এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু একটু সময় নিচ্ছেন। ফলে এই প্যানেল চুড়ান্তকরণে টানাপোড়ন চললেও শীর্ষ কর্মকর্তারা প্রাথমিক প্রার্থী বাছাই সম্পন্ন করেছেন। সূত্র জানায়, নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা চুড়ান্তকরণ সহ ইসি’র কাছে ভোটারতালিকা হস্তান্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলো বিধায় ‘কুনু-আজম’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এবং সোসাইটির বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু নির্বাচনী প্রচারণা সহ প্যানেল গঠনে সময় নিচ্ছেন। এই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সোসাইটির সাবেক কর্মকর্তা ও চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন (কাজী আজম)। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৩ অক্টোবর : ইসি’র কাছে ভোটার তালিকা হস্তান্তর

প্রকাশের সময় : ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইন্ক’র আসন্ন নির্বাচন আগামী ২৩ অক্টোবর। সোসাইটির কার্যকরী পরিষদ ও নির্বাচন কমিশনের মধ্যকার যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্ভাব্য দুই প্যানেল তাদের প্রার্থী মনোনয়নে দৌড়-ঝাপ শুরু করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কামাল-রুহুল’ প্যানেল চুড়ান্ত হলেও অপর প্যানেল ‘কুনু-আজম’ প্যানেল গঠনে টানাপোড়ন চলছে বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই তাদের প্যানেল ঘোষণা করেনি। অপরদিকে নির্বাচন উপলক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি)-এর কাছে ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। আজীবন সদস্য সহ এবার ভোটার হচ্ছেন ১৮ হাজার ৫৫১জন।
সোসাইটি অফিসে ৭ আগষ্ট রোববার সন্ধ্যায় আয়োজিত কার্যকরী পরিষদ ও নির্বাচন কমিশন (ইসি)-এর যৌথ সভায় ইসির কাছে ভোটার তালিকা হস্তান্তর করা হয়। সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার। সভায় প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতানের নেতৃত্বে ইসি’র অন্যান্য সদস্য এবং কার্যকরী পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, সোসাইটির নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ততই নড়েচড়ে বসছেন। বিশেষ করে ‘কামাল-রুহুল’ ও ‘কুনু-আজম’ প্যানেলের সম্ভাব্য প্রার্থীরা গণ সংযোগের পাশাপাশি প্যানেল গঠনে উদ্যোগী হয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুই প্যানেলের প্রার্থীরা কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের বনভোজন অনুষ্ঠানকে বেছে নিয়েছেন। তারা বনভোজন অনুষ্ঠানে গিয়ে দোয়া ও সহযোগিতার পাশাপাশি ভোট প্রার্থনা করছেন। এই প্রচারণায় ‘কামাল-রুহুল’ এগিয়ে রয়েছেন। সূত্র মতে ‘কামাল-রুহুল’ প্যানেল চুড়ান্তের পথে। যেকোন সময় এই প্যানেল ঘোষিত হতে পারে। সোসাইটির বর্তমান কমিটির অধিকাংশ কর্মকর্তা ‘কামাল-রুহুল’ প্যানেলের সাথে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ‘কামাল-রুহুল’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ।
অপরদিকে ‘কামাল-আজম’ প্যানেলের গঠন নিয়ে টানাপোড়ন চলছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। সূত্র মতে, সভাপতি পদের দায়িত্বে থেকে নিজেকে নিরপেক্ষ রাখতেই এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু একটু সময় নিচ্ছেন। ফলে এই প্যানেল চুড়ান্তকরণে টানাপোড়ন চললেও শীর্ষ কর্মকর্তারা প্রাথমিক প্রার্থী বাছাই সম্পন্ন করেছেন। সূত্র জানায়, নির্বাচনের আগে নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা চুড়ান্তকরণ সহ ইসি’র কাছে ভোটারতালিকা হস্তান্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলো বিধায় ‘কুনু-আজম’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী এবং সোসাইটির বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু নির্বাচনী প্রচারণা সহ প্যানেল গঠনে সময় নিচ্ছেন। এই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সোসাইটির সাবেক কর্মকর্তা ও চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন (কাজী আজম)। (সাপ্তাহিক বাংলা পত্রিকা)