বাংলাদেশ সোসাইটির নির্বাচন বিষয়ে কথা বলার সময় হয়নি : কুনু
- প্রকাশের সময় : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
- / ৭১৯ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সুখ খুলেননি সভাপতি আজমল হোসেন কুনু। তবে সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেই বলে ইতিমধ্যেই তার সমর্থনে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে। এদিকে সোসাইটির নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে কমিউনিটিতে নির্বাচনী ঢামাডোল ততই বাড়ছে। অপরদিকে নির্বাচন কমিশন (ইসি)-এর সাথে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা মতবিনিময় করেছেন। গত ২১ মে শনিবার অপরাহ্নে সোসাইটি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে এই নির্বাচন হওয়ার কথা।
সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহীম হওলাদার। সভায় সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান সহ কমিশনের অন্যান্য সদস্য এবং সোসাইটির কর্মকর্তারা অংশ নেন। এসময় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার সোসাইটির কার্যকরী পরিষদের সার্বিক সহযোগিতা কামনা করলে সোসাইটির কর্মকর্তারা পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। খবর ইউএনএ’র।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, সভার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয় কমিশনের নিজস্ব সভায় বাংলাদেশ সোসাইটর নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তীতে নির্বাচনী বাজেট ও সম্ভাব্য তারিখ সোসাইটির কার্যকরী পরিষদকে জানানো হবে।
সভায় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে আনোয়ার হোসেন, আব্দুল হাকিম ও জামান তপন এবং সোসাইটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সৈয়দ এনায়েত আলী, নাদির এ আইয়ুব, নাসির উদ্দিন আহমেদ, সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি, করবেন না এমন প্রশ্নের উত্তরে সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু ইউএনএ প্রতিবেদককে বলেন, আমি এখনো সোসাইটির সভাপতি। আগামী ৩০ জুন সোসাইটির সদস্য/ভোটার হওয়ার শেষ দিন। আমার তথা কার্যকরী পরিষদের এখন দায়িত্ব সদস্য/ভোটার প্রক্রিয়া সম্পন্ন করা। সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো কি করবো না সেব্যাপারে সিদ্বান্ত নেবো ভোটার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর।
অপর দিকে সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার ও সোসাইটির সাবেক কার্যকরী সদস্য আহবাব হোসেন খোকনের নেতৃত্বে ‘রহীম-খোকন’ প্যানেল সোসাইটির আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে এই প্যানেল গঠন প্রক্রিয়ার কাজের পাশাপাশি গণ সংযোগও চলছে।
সোসাইটির সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে শেষ পর্যন্ত সভাপতি আজমল হোসেন কুনু পুনরায় প্রার্থী হতে পারেন । সেক্ষেত্রে তার সাথে সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক হয়ে ‘কুনু-বাবুল’ প্যানেল চুড়ান্ত লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
উল্লেখ্য, আগামী ৩০ জুন বাংলাদেশ সোসাইটির সদস্য/ভোটার হওয়ার শেষ দিন। এদিন বেলা ১২টা থেকে বিকেল ৬টার মধ্যে সদস্য/ভোটার হতে হবে। এছাড়াও সপ্তাহের প্রতি শনি, রোব ও সোমবার বেলা ১২টা থেকে বিকেল ৭টা পর্যন্ত সোসাইটির কার্যালয়ে সদস্য ফরম গ্রহণ করা হবে। সদস্য/ভোটার ফি ১০ ডলার এবং আজীবন সদস্য ফি ৫০০ ডলার (স্বামী, স্ত্রী অথবা একক)।