বাংলাদেশ ইয়েলো সোসাইটির নির্বাচন : সালাম সভাপতি মতিন সম্পাদক নির্বাচিত
- প্রকাশের সময় : ১২:০৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫
- / ৭১৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ ইয়েলো সোসাইটির ২০১৫ সালের কার্যকরী কমিটির নির্বাচন মোহাম্মদ আব্দুস সালাম সভাপতি ও মোহাম্মদ আমিনুল ইসলাম মতিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১০ মার্চ সিটির এস্টোরিয়াস্থ সুন্দরবন রেষ্টুরেন্টে এই নির্বাচন সম্পন্ন হয়।
নিবাচনে শুধুমাত্র সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোসাইটির কার্যকরী পরিষদের অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে আবদুস সালামের একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন আকতার হোসেন খান ফজলু। ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে আব্দুস সালাম ১৩১ ভোট পেয়ে নির্বাজিত হন। অপরদিকে আকতার হোসেন খান ফজলু পান ৭৯ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সহ সভাপতি- মোহাম্মদ সাইদুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক- মোহাম্মদ আমিনুল ইসলাম মতিন, যুগ্ন সাধারন সম্পাদক- মোহাম্মদ শামছুদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ সিকদার বেলাল, কোষাধ্যক্ষ- আনিস রহমান ফরিদ, যুগ্ন কোষাধ্যক্ষ- মোহাম্মদ এ ওহাব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- আহমেদ তোফায়েল তুহিন, দপ্তর ও প্রচার সম্পাদক- মান্নান মোহাম্মদ পারভেজ, নির্বাহী সদস্য- আখলাকুর রহমান আপন ও আবওয়াবুল চৌধুরী আরবাব।
সোসাইটির বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। বিগত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ও ভোটারদের অংশগ্রহণ ছিল অনেক স্বতঃর্স্ফুত। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ ইলিয়াস, কমিশনার মোহাম্মদ আজিজউল্লাহ ও আবু জাফর আকন। তাদের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়োলো সোসাইটির বিদায়ী সভাপতি রেজা খান ডালু, সাধারণ সম্পাদক আখলাকুর রহমান আপন ও মোহাম্মদ আমিনুল ইসলাম মতিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শান্তিপূর্ন ভাবে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার শেখ ইলিয়াস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন। উল্লেখ্য, আগামী ২৪ মার্চ উডসাইডের গুলশান টেরেসে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।