নিউইয়র্ক ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বর্ণাঢ্য আয়োজনে খান টিউটোরিয়ালের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / ৮৪৫ বার পঠিত

নিউইয়র্ক: বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্কের সনামধন্য খানস টিউটোরিয়ালের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষ্যে গত ২৯ এপ্রিল শনিবার সিটির কুইন্স কলেজের কোল্ডেন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটির বিভিন্ন স্পেশেয়ালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া  প্রতিষ্ঠানটির ৩৩৯জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। একাধিক ভাগে বিভক্ত করে অনুষ্ঠানের মূল মঞ্চে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন যথাক্রমে কংগ্রেসওম্যান গ্রেস মেং, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান, স্বনামধন্য স্টাইভেসান্ট হাই স্কুলের প্রিন্সিপ্যাল এরিক কনট্রেরাস, ব্রুকলীন টেকিনিক্যাল ও ব্রুকলীন ল্যাটিন হাইস্কুলের সুপারেনেটেন্ড কারেন ওয়াটস, ডিষ্ট্রিক ২৯-এর অ্যাসেম্বীওম্যান অ্যালিসিয়া হ্যান্ডম্যান, গভর্নর এন্ড্রু কুমোর কুইন্স অফিস প্রতিনিধি হ্যারেস পারেক ও নিউইয়র্ক সিটির এডুকেশনাল লীডার স্ট্যানলী এনজ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ এর ভারপ্রাপ্ত চেয়াপার্সন অ্যাডভোকেট এন মজুমদার, নিউইয়র্ক সিটি কাউন্সিল ৩২-এর প্রার্থী হেলাল শেখ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ শাহরিয়ার ও মোহাম্মদ জামিল নামের দুই ইন্টারন্যাশনাল স্যাট স্টুডেন্ট, খানস টিউটোরিয়ালের হাই স্কোরার মিজানুল হককে অ্য্াওয়ার্ড এবং ১৬জন শিক্ষার্থীকে ‘ড. মনসুর খান স্কলারশীপ’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী আর অভিবাবকদের উপস্থিতিতে কোল্ডেন সেন্টার মুখরিত হয়ে উঠে। পাশাপাশি সকল কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়। সন্ধ্যায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলে মধ্যরাত পর্যন্ত। এর আগে শিক্ষার্থীরা তাদের নাম রেজিষ্ট্রেশন করে আমন্ত্রিত অভিভাবকদের সাথে নিয়ে মিলনয়তনে প্রবেশ করে। এতে খানস টিউটোরিয়ালের স্বেচ্ছাসেবীরা তাদের সহায়তা করেন। এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন মিসেস নাঈমা খান ও সিইও ড. ইভান খান অতিথি ও অভিভাবকদের স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে উপস্থিত সন্তানদের সাফল্যে অভিভাবকদের চোখে-মুখে ছিলো আনাবিল আনন্দ। চমৎকার আয়োজনে অনুষ্ঠানে অতিথিদের হাতে ক্রেস্ট এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড/সার্টিফিকেট তুলে দেন নাঈমা খান ও ড. ইভান খান। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ইতিহাসে এবারের অনুষ্ঠান ছিলো সর্ববৃহৎ অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরও নিউইয়র্কের স্পেশালাইজড স্কুলে ভর্তির ক্ষেত্রে সুপরিচিত খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। সাফল্যের এই ধারাবাহিকতায় এবছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেরা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিখ্যাত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো থেকে খানস টিউটোরিয়াল ৪৬৪টি অফার পেয়েছে। এদিকে এই প্রতিষ্ঠানের দুইজন করে ৪ শিক্ষার্থীর হার্ভার্ড ও কলাম্বিয়ায় ৫ জনের কর্নেলে ১৯ জনের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খানস টিউটোয়িালের হাই স্কুল অ্যাচিভমেন্ট প্রোগ্রাম (এইচএসএপি)-এর আওতায় বিশেষ শিক্ষার্থীদের কোচিং কারানো হচ্ছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট তাসনিম ইমাম খান ও ড. ইভান খানের নেতৃত্বে এই কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এইচএসএপি কর্মসূচী স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ও উচ্চমানের কর্মসূচী। এই প্রতিষ্ঠানের অন্যতম সেরা শিক্ষার্থীদের মধ্যে রিচার্ড লিন বিশ্ব সেরা হার্ভার্ড ও কামরুল হোসেন ফুল স্কলারশীপ পেয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আর্লি ভর্তির অফার লাভ করেছে। অপরদিকে ফারহান আহমেদ নামের একজন শিক্ষার্থী কর্নেল, কলাম্বিয়া, হার্ডার্ভ, ইউপেন ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেয়েছে।
অপরদিকে খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ৪৬৪জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পয়েছে। ১৩৬ শিক্ষার্থীর রেজাল্ট ৯৫-এর উপরে। স্যাট পরীক্ষায় ৫৬জন শিক্ষার্থী নম্বর ১৩০০-এর উপর। এসিটি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীর অর্জন ৩০-এর উপর। আর এসএটি পরীক্ষায় ২১ শিক্ষার্থীর অর্জন ৭০০’র উপর।
বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, খানস টিউটোরিয়াল ‘হার্ড জব’ করছে। তাদের কর্মকান্ডে কমিউনিটির নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ইটস ইউর নিউ জার্নী’। তোমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। প্রসঙ্গত তিনি ষ্টেট গভর্ণর এন্ড্রু কুমোর ফ্রি শিক্ষার বিষয় উল্লেখ করে বলেন, এতে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশী কমিউনিটির শিক্ষার্থীরা সুবিধা পাবে।
শামীম আহসান খানস টিউটোরিয়াল-কে মানুষ তৈরী করার কারিগর হিসেবে আখ্যায়িত করে বলেন, প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশী কমিউনিটি নয়, নিউইয়র্কে বড় কমিউনিটি গড়ায় ভূমিকা রাখছে। তিনি খানস টিউটোরিয়ালের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটির কাজ ‘নোবেল জব’। প্রসঙ্গত তিনি বলেন, চলতি বছরের নারী দিবসে ১৪০টি দেশের কনসাল জেনারেলদের সমাবেশে বিভিন্ন দেশের ২২জন নারীদের মধ্যে খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান সহ দুই বাংলাদেশী নারী বিশেষভাবে সম্মানিত হয়েছেন। অপরজন হচ্ছেন ফ্যাশন ডিজাইনার রুনী। এসব আমাদের কমিউনিটির অর্জন।
অনুষ্ঠানের অন্যান্য অতিথি তাদের সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের সেরা ছাত্র-ছাত্রী হিসেবে তাদের ভবিষ্যৎ জীবন গড়ার জন্য খানস টিটোরিয়ালের প্রশংসা এবং অনেকেই তাদের বক্তব্যে উন্নত জীবনের জন্য শিক্ষার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন।
আরো উল্লেখ্য, খানস টিউটোরিয়াল প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৩ বছরে ২৬০০ শিক্ষার্থী বিভিন্ন স্পেশেয়ালাইজ স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ ড. মনসুর খান কর্তৃক ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত খান’স টিউটোরিয়াল বর্তমানে ১০টি শাখার মাধ্যমে শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে: নিউইয়র্কের জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রঙ্কস, জ্যামাইকা, ওজনপার্ক, লং আইল্যান্ড, রিচমন্ডহীল ও ব্রুকলীন।

ছবি: নিহার সিদ্দিকী

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

বর্ণাঢ্য আয়োজনে খান টিউটোরিয়ালের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

প্রকাশের সময় : ১০:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭

নিউইয়র্ক: বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্কের সনামধন্য খানস টিউটোরিয়ালের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষ্যে গত ২৯ এপ্রিল শনিবার সিটির কুইন্স কলেজের কোল্ডেন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটির বিভিন্ন স্পেশেয়ালাইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া  প্রতিষ্ঠানটির ৩৩৯জন শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। একাধিক ভাগে বিভক্ত করে অনুষ্ঠানের মূল মঞ্চে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন যথাক্রমে কংগ্রেসওম্যান গ্রেস মেং, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান, স্বনামধন্য স্টাইভেসান্ট হাই স্কুলের প্রিন্সিপ্যাল এরিক কনট্রেরাস, ব্রুকলীন টেকিনিক্যাল ও ব্রুকলীন ল্যাটিন হাইস্কুলের সুপারেনেটেন্ড কারেন ওয়াটস, ডিষ্ট্রিক ২৯-এর অ্যাসেম্বীওম্যান অ্যালিসিয়া হ্যান্ডম্যান, গভর্নর এন্ড্রু কুমোর কুইন্স অফিস প্রতিনিধি হ্যারেস পারেক ও নিউইয়র্ক সিটির এডুকেশনাল লীডার স্ট্যানলী এনজ। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-৯ এর ভারপ্রাপ্ত চেয়াপার্সন অ্যাডভোকেট এন মজুমদার, নিউইয়র্ক সিটি কাউন্সিল ৩২-এর প্রার্থী হেলাল শেখ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মোহাম্মদ শাহরিয়ার ও মোহাম্মদ জামিল নামের দুই ইন্টারন্যাশনাল স্যাট স্টুডেন্ট, খানস টিউটোরিয়ালের হাই স্কোরার মিজানুল হককে অ্য্াওয়ার্ড এবং ১৬জন শিক্ষার্থীকে ‘ড. মনসুর খান স্কলারশীপ’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী আর অভিবাবকদের উপস্থিতিতে কোল্ডেন সেন্টার মুখরিত হয়ে উঠে। পাশাপাশি সকল কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়। সন্ধ্যায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলে মধ্যরাত পর্যন্ত। এর আগে শিক্ষার্থীরা তাদের নাম রেজিষ্ট্রেশন করে আমন্ত্রিত অভিভাবকদের সাথে নিয়ে মিলনয়তনে প্রবেশ করে। এতে খানস টিউটোরিয়ালের স্বেচ্ছাসেবীরা তাদের সহায়তা করেন। এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন মিসেস নাঈমা খান ও সিইও ড. ইভান খান অতিথি ও অভিভাবকদের স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে উপস্থিত সন্তানদের সাফল্যে অভিভাবকদের চোখে-মুখে ছিলো আনাবিল আনন্দ। চমৎকার আয়োজনে অনুষ্ঠানে অতিথিদের হাতে ক্রেস্ট এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড/সার্টিফিকেট তুলে দেন নাঈমা খান ও ড. ইভান খান। উল্লেখ্য, প্রতিষ্ঠানটির ইতিহাসে এবারের অনুষ্ঠান ছিলো সর্ববৃহৎ অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরও নিউইয়র্কের স্পেশালাইজড স্কুলে ভর্তির ক্ষেত্রে সুপরিচিত খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। সাফল্যের এই ধারাবাহিকতায় এবছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেরা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিখ্যাত কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো থেকে খানস টিউটোরিয়াল ৪৬৪টি অফার পেয়েছে। এদিকে এই প্রতিষ্ঠানের দুইজন করে ৪ শিক্ষার্থীর হার্ভার্ড ও কলাম্বিয়ায় ৫ জনের কর্নেলে ১৯ জনের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খানস টিউটোয়িালের হাই স্কুল অ্যাচিভমেন্ট প্রোগ্রাম (এইচএসএপি)-এর আওতায় বিশেষ শিক্ষার্থীদের কোচিং কারানো হচ্ছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট তাসনিম ইমাম খান ও ড. ইভান খানের নেতৃত্বে এই কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এইচএসএপি কর্মসূচী স্পেশালাইজড স্কুলগুলোতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ও উচ্চমানের কর্মসূচী। এই প্রতিষ্ঠানের অন্যতম সেরা শিক্ষার্থীদের মধ্যে রিচার্ড লিন বিশ্ব সেরা হার্ভার্ড ও কামরুল হোসেন ফুল স্কলারশীপ পেয়ে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আর্লি ভর্তির অফার লাভ করেছে। অপরদিকে ফারহান আহমেদ নামের একজন শিক্ষার্থী কর্নেল, কলাম্বিয়া, হার্ডার্ভ, ইউপেন ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেয়েছে।
অপরদিকে খানস টিউটোরিয়ালের শিক্ষার্থীদের মধ্যে ৪৬৪জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পয়েছে। ১৩৬ শিক্ষার্থীর রেজাল্ট ৯৫-এর উপরে। স্যাট পরীক্ষায় ৫৬জন শিক্ষার্থী নম্বর ১৩০০-এর উপর। এসিটি পরীক্ষায় ১৭ শিক্ষার্থীর অর্জন ৩০-এর উপর। আর এসএটি পরীক্ষায় ২১ শিক্ষার্থীর অর্জন ৭০০’র উপর।
বার্ষিক অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, খানস টিউটোরিয়াল ‘হার্ড জব’ করছে। তাদের কর্মকান্ডে কমিউনিটির নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ইটস ইউর নিউ জার্নী’। তোমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। প্রসঙ্গত তিনি ষ্টেট গভর্ণর এন্ড্রু কুমোর ফ্রি শিক্ষার বিষয় উল্লেখ করে বলেন, এতে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশী কমিউনিটির শিক্ষার্থীরা সুবিধা পাবে।
শামীম আহসান খানস টিউটোরিয়াল-কে মানুষ তৈরী করার কারিগর হিসেবে আখ্যায়িত করে বলেন, প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশী কমিউনিটি নয়, নিউইয়র্কে বড় কমিউনিটি গড়ায় ভূমিকা রাখছে। তিনি খানস টিউটোরিয়ালের শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটির কাজ ‘নোবেল জব’। প্রসঙ্গত তিনি বলেন, চলতি বছরের নারী দিবসে ১৪০টি দেশের কনসাল জেনারেলদের সমাবেশে বিভিন্ন দেশের ২২জন নারীদের মধ্যে খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান সহ দুই বাংলাদেশী নারী বিশেষভাবে সম্মানিত হয়েছেন। অপরজন হচ্ছেন ফ্যাশন ডিজাইনার রুনী। এসব আমাদের কমিউনিটির অর্জন।
অনুষ্ঠানের অন্যান্য অতিথি তাদের সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের সেরা ছাত্র-ছাত্রী হিসেবে তাদের ভবিষ্যৎ জীবন গড়ার জন্য খানস টিটোরিয়ালের প্রশংসা এবং অনেকেই তাদের বক্তব্যে উন্নত জীবনের জন্য শিক্ষার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন।
আরো উল্লেখ্য, খানস টিউটোরিয়াল প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৩ বছরে ২৬০০ শিক্ষার্থী বিভিন্ন স্পেশেয়ালাইজ স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবীদ ড. মনসুর খান কর্তৃক ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত খান’স টিউটোরিয়াল বর্তমানে ১০টি শাখার মাধ্যমে শিক্ষার্থীদের কোচিং দিয়ে আসছে। শাখাগুলো হচ্ছে: নিউইয়র্কের জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রঙ্কস, জ্যামাইকা, ওজনপার্ক, লং আইল্যান্ড, রিচমন্ডহীল ও ব্রুকলীন।

ছবি: নিহার সিদ্দিকী