বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আ. লীগকে ক্ষমতায় রাখতে হবে
- প্রকাশের সময় : ০১:১৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫
- / ৬১৬ বার পঠিত
নিউইয়র্ক: জাতীয় শোক দিবস স্মরণে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের জ্যামাইকাবাসী আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ দিচ্ছেন। আমাদের দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে সার্বিকভাবে সহযোগিতা করা। বক্তরা বলেন, শোককে শক্তিতে পরিণত করতে হবে। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে দেশ ও প্রবাসে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
সিটির জ্যামাইকার হিলসাইডস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে গত ২১ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও শহীদ পরিবারের সন্তান একেএম সফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজি-উর রহমান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ফার্মাস্টি আওয়াল সিদ্দিকী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী। সভা পরিচালনা করেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়–য়া।
সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে হত্যার শিকার সকলের বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এই দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মির্জা আবু জাফর বেগ। এরপর মহান মুক্তিযুদ্ধ আর ১৫ আগষ্ট সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করার পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সভায় অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনির হোসেন, সরাফ সরকার, ডা. মাসুদুল হাসান, ডা. টমাস দুল রায়, অধ্যাপিকা হুসনে আরা বেগম, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করীম চৌধুরী সহ দিলিপ নাথ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কৃষিবীদ আশরাফুজ্জামান ও জহুরুল ইসলাম, এডভোকেট মোর্শেদা জামান, সৈয়দ আতিক, যুবলীগ নেতা সাইফুল্লাহ ভূইয়া, শহীদ পরিবারের সন্তান রোকেয়া আক্তার, চিত্রা এষ, অনুষ্ঠান আয়োজক কমিটির সমন্বয়কারী সফিকুল আলম সাহিদ
জাতীয় শোক দিবসের সভাটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান ও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক চৌধুরী, হাজী জাহাঙ্গীর আলম, এডভোকেট মামুন, জালাল উদ্দিন রুমি, মেসবাহ আহমেদ, মিরু শিকদার, আহনাফ আলম, মোশাররফ হোসেন, মঞ্জুরুল আলম বিটি, নাজিম উদ্দিন চৌধুরী, শমিরুল ইসলাম বাবলু, মতিউর রহমান চৌধুরী, আব্দুল লতিফ বিশ্বাস, মাহবুবুল আলম ফিরোজ, আলমগীর মোল্লা, শোভন রয়, বলুর রহমান, সুজন রায়, মশিউর রহমান, ফাহমিদা তানজিল, ইফজাল আহমেদ চৌধুরী, সহদেব তালুকদার, অজয় রায় প্রমুখ।