বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আ. লীগে কর্মসূচী গ্রহণ
- প্রকাশের সময় : ০৪:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
- / ২১৪২ বার পঠিত
নিউইয়র্ক: স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ১৭ মার্চ। দিনটি জাতীয় শিশু দিবসও। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুতফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। তার ডাক নাম ছিলো খোকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এছাড়াও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেনন বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ১৭ মার্চ দিনের প্রথম প্রহরে অর্থাৎ ১৬ মার্চ বৃহস্প্রতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা হবে।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।