ফ্রেন্ডস সোসাইটির সাংবাদিক সম্মেলন : ‘শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা’ ১৭ এপ্রিল
- প্রকাশের সময় : ০২:০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬
- / ১১৬৪ বার পঠিত
নিউইয়র্ক: বাংলা নতুন বছর ১৪২৩ উপলক্ষ্যে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) আয়োজিত এবারের ‘বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা’র টাইটেল স্পন্সর সিতারা ফ্যাশন বুটিক আর গ্র্যান্ড স্পন্সর হচ্ছেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর ও সমাজসেবী মোহাম্মদ আনোয়ার হোসেন। আগামী ১৭ এপ্রিল রোববার জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউস্থ সুসান বি. এন্থনী স্কুলে দিনব্যাপী এই উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশের কিংবদন্তী বাউল স¤্রাট প্রয়াত শাহ আব্দুল করিমকে তুলে ধরার বিশেষ উদ্যোগ নেয়ার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলা শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে। ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মেলার আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
সিটির জ্যাকসন হাইটস্থ ইত্যাদি রেষ্টুরেন্টের পার্টি হলে ১৩ মার্চ রোববার বিকেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেবিএফএস এবং মেলা কমিটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে উপরোক্ত কথা বলেন। সোসাইটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য এবং পরবর্তীতে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব ও মেলা কমিটির সদস্য সচিব রিজু মোহাম্মদ। এরপর মেলা আয়োজনের প্রস্তুতি এবং সদ্য মনোনীত ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণিসহ উপস্থিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং উৎসব ও মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।
সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী ও রেজাউল করীম চৌধুরী, সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া, উৎসব ও মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও সদস্য সচিব রিজু মোহাম্মদ, সহ সভাপতি শেখ হায়দার আলী ও প্রকাশিতব্য স্মারক গ্রন্থ ‘বসন্ত বাতাসে’-এর সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম।
‘বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা- ১৪২৩’ টাইটেল স্পন্সর সিতারা ফ্যাশন বুটিক-এর অন্যতম কর্ণধার জগলুল হুদা মিঠু, লিটু ও শুভ এবং গ্র্যান্ড স্পন্সর মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সাংবাদিক সম্মেলনে ফ্রেন্ডস সোসাইটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা ছদরুন নূর ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও বিলাল আহেমেদ চৌধুরী, মেলার অন্যতম পৃষ্ঠপোষক ও জেবিবিএ’র প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন এবং ফ্রেন্ডস সোসাইটির সহ সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক গোলাম আজম রবি, তথ্য ও গবেষণা সম্পাদক কবীর হোসেন, প্রচার সম্পাদক হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে পঠিত লিখিত বক্তব্যে মেলার সদস্য সচিব রিজু মোহাম্মদ বলেন, নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় বাংলাদেশী কমিউনিটি অনেক বড় এবং অগ্রসরমান। এখানকার গুণী মানুষদের সমন্বয়ে এবং তরুণ সমাজের নেতৃত্বে গত প্রায় এক যুগ ধরে সফলভাবে পরিচালিত হচ্ছে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে আপনাদের-আমাদের প্রিয় এই সংগঠনটি বাংলাদেশি কমিউনিটির বাইরেও মার্কিন মূলধারায় যথেষ্ট পরিচিতি লাভ করেছে। সারা বছরই বাংলাদেশের জাতীয় দিবস পালন করে থাকে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস এবং বাংলা নতুন বছর পয়লা বৈশাখ গুরুত্বের সঙ্গে পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা এ বছর পয়লা বৈশাখ আরো বড় পরিসরে উদযাপনের উদ্যোগ নিয়েছি।
লিখিত বক্তব্যে বলা হয়: বাংলাদেশের কিংবদন্তী বাউল স¤্রাট প্রয়াত শাহ আব্দুল করিমের কথা। বাংলাদেশে গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে তার জন্মশত বার্ষিকী। তার জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বৈশাখী মেলার সঙ্গে আমরা যুক্ত করেছি বাউল শাহ আব্দুল করিম উৎসব। লোকসঙ্গীত বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই প্রবাসে, বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রয়াস। আগামী ১৭ এপ্রিল রোববার জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর সুসান বি. এন্থনি স্কুলে এই উৎসবের স্থান নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমরা আশা করছি বাউল শাহ আব্দুল করিম গবেষক এবং ঢাকার সাবেক বিট্রিশ হাইকমিশনার, বর্তমানে পেরুর রাজধানী লিমায় নিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী। এছাড়া নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ড্রু ক্যুমো, মেয়র বিল ডি ব্লাজিও, বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ, কংগ্রেসওমেন গ্রেস মেংসহ যুক্তরাষ্ট্রের মূলধারার অনেকেই এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করছি। বাউল শাহ আব্দুল করিম নিয়ে কিছু গবেষণামূলক কাজ করেছেন তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদ। তিনিও আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করি। এ উৎসবকে স্মরণীয় করে রাখতে প্রায় ২০০ পৃষ্ঠার একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছি।
রিজু মোহাম্মদ বলেন, এবারের বৈশাখী মেলার টাইটেল স্পন্সর সিতারা ফ্যাশন বুটিক। এ কারণে এবারের উৎসবের নাম ‘বাউল শাহ আব্দুল করিম উৎসব ও সিতারা বৈশাখী মেলা- ১৪২৩’। এছাড়া উৎসবের গ্র্যান্ড স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর ও সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন, এবারের উৎসব ও মেলার বাজেট ধরা হয়েছে ৪০ হাজার ডলার। মেলা থেকে উদ্বৃত্ত অর্থ সংগঠনের কাজে ব্যয় করা হবে। অপর এক প্রশ্নের উত্তরে কর্মকর্তারা বলেন, স্বচ্ছতার সাথেই মেলার যাবতীয় আয়-ব্যয় সোসাইটির কার্যকরী পরিষদে উপস্থাপন করা হবে।
অপর এক প্রশ্নের উত্তরে কর্মকর্তরা বলেন, মেলারর দিন ইউএসএ’র নাগরিকদের ভোটার ফর্ম পূরণ করার ব্যবস্থা থাকবে।