নিউইয়র্ক ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রাণের উচ্ছাসে নিউইয়র্কে বাংলা বর্ষবরণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫
  • / ৮৩৬ বার পঠিত

নিউইয়র্ক: বছর পরিক্রমায় বিদায় নিলো আরো একটি বছর। বিদায় বঙ্গাব্দ ১৪২১, স্বাগত ১৪২২। বিদায় বছরের সকল গ্লানি, ক্লান্তি, বিভেদ-বিভক্তি আর বেদনা ভুলে নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীরা প্রাণের উচ্ছাসে বরণ করলো নতুন বাংলা বছর। এ উপলক্ষ্যে পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল জাতিসংঘের বাংলাদেশ মিশন ছাড়াও বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদোগে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো পান্তা-ইলিশ আর হরেক রকমের ভর্তা-ভাত ভোজ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢল নামে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের। রং বে রং-এর পোষাক পরিহিত সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় উৎসবমুখর। কারো কারো ভাষায় ‘প্রবাস হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ’।
এছাড়ায় উত্তর আমেরিকার কানাডার মন্ট্রিয়েল ও টরেন্টোসহ বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সী, কানেকটিকাট, ভার্জেনিয়া, ফ্লোরিডা, মিশিগান, জর্জিয়া, টেক্সাস প্রভৃতি অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বাংলা নতুন বছর বরণ অনুষ্ঠানের আয়োজন করার খবর পাওয়া গেছে। খবর ইউএনএ’র।
বাংলাদেশ সোসাইটি: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্ক প্রতিবছরের মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর বরণ করে। এ উপলক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো অতিথিদের মাঝে পান্তা-ইলিশ পরিবেশন, ফ্যাশন শো, নাটিকা, নৃত্য, সঙ্গীত আর শিশু-কিশোর-কিশোরীদের কবিতা আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা। এছাড়াও ছিলো খাবার আর পোশাক পরিচ্ছেদের একাধিক স্টল।
বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ (ফাস্ট গ্রেড-ফিফথ গ্রেড) ও বি (সিক্্থ গ্রেড-টুয়েলভ গ্রেড) গ্রুপের শিক্ষার্থীরা অংশ নেয়। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপিকা হুসনে আরা বেগম, কবি ফকির ইলিয়াস, কবি তমিজ উদ্্দীন লোদী, সিরাজ আহমেদ সোহাগ ও কাজী ওয়াহিদ এলিন। পরবর্তী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
সন্ধ্যায় পায়রা আর এক গুচ্ছ বেলুন উড়িয়ে অনুষ্ঠানিকভাবে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর। এসময় সোসাইটির নেতৃবৃন্দসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু। বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ ও কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার।
রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়। এই পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশ নেন। যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট অভিনেতা আহমদ শরীফ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের প্রবাসীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। রং বে রং-এর পোশাকীতে প্রবাসীদের অংশগ্রহণের ফলে সোসাইটির বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উৎসবমুখর হয়ে উঠে।
Drama Circle-1ড্রামা সার্কেল: প্রবাসের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কেল বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করেছে। সিটির এস্টোরিয়াস্থ এনটিভি ভবন মিলনয়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখের সন্ধ্যায় ১৪ এপ্রিল চমৎকার আয়োজনের অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। এসময় ড্রামা সার্কেল প্রাণ ও সংগঠনটির সাবেক সভাপতি নার্গিস আহমেদসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থানায় ছিলেন সংগঠনের সভাপতি আবীর আলমগীর।
ড্রামা সার্কেল-এর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো মাটির সানকিতে ‘পান্তা-ইলিশ’ ভোজন। অতিথিরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে একে একে খাবার গ্রহণ করেন এবং আয়োজনের প্রশংসা করেন। এদিকে রং বে রং-এর পোশাকীতে প্রবাসীদের অংশগ্রহণের ফলে ড্রামা সার্কেল-এর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানস্থল ‘এক টুকরো বাংলাদেশ’-এ পরিণত হয়।
দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রবাসের বিশিস্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার জন ল্যু, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিট ওয়েপ্রীন, অধ্যাপক ড. মাজফুজ চৌধুরী, বিটিভি’র সাবেক মহাপরিচালক ফেরদৌস আরা, কুইন্স বরো প্রেসিডেন্টর প্রতিনিধি মোহাম্মদ হ্যাক, ফোবানার আহ্বায়ক বেদারুল ইসলাম বাবলা, উৎসব ডট কম-এর সিউও রায়হান জামান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী রিমন চৌধুরী প্রমুখ। আলোচনার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ড্রামা সার্কেল-এর শিল্পীরা ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিট ওয়েপ্রীনের পক্ষ থেকে ড্রামা সার্কেল-কে প্রোক্লেমোশন প্রদান করা হয়।
Pohela Boishak'1422_JBBA NYজেবিবিএ নিউইয়র্ক: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) স্থানীয় ডাইভারসিটি প্লাজায় খোলা আকাশের নীচে অনুষ্ঠানের আয়োজন করে। ফলে ড্রাইভারসিটি প্লাজা রূপ নেয় ঢাকার ‘রমনা বটমূলে’। এলাকাটি পরিণত হয় একখন্ড বাংলাদেশ-এ। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত ভোজন আর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান।
জেবিবিএ নিউইয়র্ক-এর সভাপতি মহসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মোশাররফ হোসাইন। বক্তব্য রাখেন জেবিবিএ নিউইয়ক-এর সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, সাবেক সভাপতি সাঈদ রহমান মান্নানসহ গিয়াস মজুমদার, রাশেদ আহমেদ, রফিক আহমেদ, আমিনুর রহিম বাদশা, সফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা ছাড়াও ঢাকা থেকে আগম কবির বকুল ও জিনাত জাহান মুন্নী এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, সবিতা দাস, রূপা আলমগীর, মনিকা দাস প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
জেবিবিএ: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীদের অপর সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)-এর উদ্যোগেও বাংলা নতুন বছর বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ এপ্রিল রোববার সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো: আড্ডা, পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত ভোজন, ঐতিহ্যবাহী পিঠাসহ রকমারী স্টল, সাংসাকৃতিক অনুষ্ঠান।
বিকেলে ফিতা কেটে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেবিবিএ’র সাবেক সভাপতি সাঈদ রহমান মান্নান, আরটিভি’র সিইও (ইউএসএ) সৈয়দ আশিক রহমান ও বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল-এর সভাপতি মোহাম্মদ এন মজুমদার। অন্যান্যের মথ্যে বক্তব্য রাখেন উৎসব ডট কম-এর সিইও রায়হান জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

প্রাণের উচ্ছাসে নিউইয়র্কে বাংলা বর্ষবরণ

প্রকাশের সময় : ১০:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: বছর পরিক্রমায় বিদায় নিলো আরো একটি বছর। বিদায় বঙ্গাব্দ ১৪২১, স্বাগত ১৪২২। বিদায় বছরের সকল গ্লানি, ক্লান্তি, বিভেদ-বিভক্তি আর বেদনা ভুলে নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীরা প্রাণের উচ্ছাসে বরণ করলো নতুন বাংলা বছর। এ উপলক্ষ্যে পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল জাতিসংঘের বাংলাদেশ মিশন ছাড়াও বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সামাজিক সংগঠনের উদোগে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো পান্তা-ইলিশ আর হরেক রকমের ভর্তা-ভাত ভোজ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঢল নামে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের। রং বে রং-এর পোষাক পরিহিত সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় উৎসবমুখর। কারো কারো ভাষায় ‘প্রবাস হয়ে উঠে এক টুকরো বাংলাদেশ’।
এছাড়ায় উত্তর আমেরিকার কানাডার মন্ট্রিয়েল ও টরেন্টোসহ বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সী, কানেকটিকাট, ভার্জেনিয়া, ফ্লোরিডা, মিশিগান, জর্জিয়া, টেক্সাস প্রভৃতি অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে বাংলা নতুন বছর বরণ অনুষ্ঠানের আয়োজন করার খবর পাওয়া গেছে। খবর ইউএনএ’র।
বাংলাদেশ সোসাইটি: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্ক প্রতিবছরের মতো এবছরও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর বরণ করে। এ উপলক্ষ্যে সোসাইটির পক্ষ থেকে সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো অতিথিদের মাঝে পান্তা-ইলিশ পরিবেশন, ফ্যাশন শো, নাটিকা, নৃত্য, সঙ্গীত আর শিশু-কিশোর-কিশোরীদের কবিতা আবৃত্তি ও ছবি আঁকা প্রতিযোগিতা। এছাড়াও ছিলো খাবার আর পোশাক পরিচ্ছেদের একাধিক স্টল।
বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ (ফাস্ট গ্রেড-ফিফথ গ্রেড) ও বি (সিক্্থ গ্রেড-টুয়েলভ গ্রেড) গ্রুপের শিক্ষার্থীরা অংশ নেয়। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপিকা হুসনে আরা বেগম, কবি ফকির ইলিয়াস, কবি তমিজ উদ্্দীন লোদী, সিরাজ আহমেদ সোহাগ ও কাজী ওয়াহিদ এলিন। পরবর্তী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
সন্ধ্যায় পায়রা আর এক গুচ্ছ বেলুন উড়িয়ে অনুষ্ঠানিকভাবে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর। এসময় সোসাইটির নেতৃবৃন্দসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু। বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ ও কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক কাজী তোফায়েল ইসলাম প্রমুখ। এই পর্ব পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার।
রাতে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়। এই পর্বে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা অংশ নেন। যুক্তরাষ্ট্র সফররত বিশিষ্ট অভিনেতা আহমদ শরীফ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের প্রবাসীরা অনুষ্ঠানটি উপভোগ করেন। রং বে রং-এর পোশাকীতে প্রবাসীদের অংশগ্রহণের ফলে সোসাইটির বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উৎসবমুখর হয়ে উঠে।
Drama Circle-1ড্রামা সার্কেল: প্রবাসের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ড্রামা সার্কেল বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করেছে। সিটির এস্টোরিয়াস্থ এনটিভি ভবন মিলনয়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখের সন্ধ্যায় ১৪ এপ্রিল চমৎকার আয়োজনের অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। এসময় ড্রামা সার্কেল প্রাণ ও সংগঠনটির সাবেক সভাপতি নার্গিস আহমেদসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থানায় ছিলেন সংগঠনের সভাপতি আবীর আলমগীর।
ড্রামা সার্কেল-এর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো মাটির সানকিতে ‘পান্তা-ইলিশ’ ভোজন। অতিথিরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে একে একে খাবার গ্রহণ করেন এবং আয়োজনের প্রশংসা করেন। এদিকে রং বে রং-এর পোশাকীতে প্রবাসীদের অংশগ্রহণের ফলে ড্রামা সার্কেল-এর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানস্থল ‘এক টুকরো বাংলাদেশ’-এ পরিণত হয়।
দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রবাসের বিশিস্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার জন ল্যু, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিট ওয়েপ্রীন, অধ্যাপক ড. মাজফুজ চৌধুরী, বিটিভি’র সাবেক মহাপরিচালক ফেরদৌস আরা, কুইন্স বরো প্রেসিডেন্টর প্রতিনিধি মোহাম্মদ হ্যাক, ফোবানার আহ্বায়ক বেদারুল ইসলাম বাবলা, উৎসব ডট কম-এর সিউও রায়হান জামান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবসায়ী রিমন চৌধুরী প্রমুখ। আলোচনার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ড্রামা সার্কেল-এর শিল্পীরা ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিট ওয়েপ্রীনের পক্ষ থেকে ড্রামা সার্কেল-কে প্রোক্লেমোশন প্রদান করা হয়।
Pohela Boishak'1422_JBBA NYজেবিবিএ নিউইয়র্ক: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) স্থানীয় ডাইভারসিটি প্লাজায় খোলা আকাশের নীচে অনুষ্ঠানের আয়োজন করে। ফলে ড্রাইভারসিটি প্লাজা রূপ নেয় ঢাকার ‘রমনা বটমূলে’। এলাকাটি পরিণত হয় একখন্ড বাংলাদেশ-এ। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত ভোজন আর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান।
জেবিবিএ নিউইয়র্ক-এর সভাপতি মহসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মোশাররফ হোসাইন। বক্তব্য রাখেন জেবিবিএ নিউইয়ক-এর সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম, সাবেক সভাপতি সাঈদ রহমান মান্নানসহ গিয়াস মজুমদার, রাশেদ আহমেদ, রফিক আহমেদ, আমিনুর রহিম বাদশা, সফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা ছাড়াও ঢাকা থেকে আগম কবির বকুল ও জিনাত জাহান মুন্নী এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, সবিতা দাস, রূপা আলমগীর, মনিকা দাস প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
জেবিবিএ: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীদের অপর সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)-এর উদ্যোগেও বাংলা নতুন বছর বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ এপ্রিল রোববার সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো: আড্ডা, পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত ভোজন, ঐতিহ্যবাহী পিঠাসহ রকমারী স্টল, সাংসাকৃতিক অনুষ্ঠান।
বিকেলে ফিতা কেটে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেবিবিএ’র সাবেক সভাপতি সাঈদ রহমান মান্নান, আরটিভি’র সিইও (ইউএসএ) সৈয়দ আশিক রহমান ও বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল-এর সভাপতি মোহাম্মদ এন মজুমদার। অন্যান্যের মথ্যে বক্তব্য রাখেন উৎসব ডট কম-এর সিইও রায়হান জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন।