প্রবীণ আইনজীবি এম এ কদ্দুসের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০১:১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০১৫
- / ৫১৯ বার পঠিত
নিউইয়র্ক: প্রবীণ আইনজীবি, টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, নিউইয়র্ক প্রবাসী এডভোকেট এম এ কদ্দুস (৮৬) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৩ জানুয়ারী মঙ্গলবার সকালে তিনি ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। টাঙ্গাইল ও ঢাকায় মরহুমের জানাজা নামাজের পর ঢাকাস্থ বনানী গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, প্রায় দেড় মাস আগে এডভোকেট এম এ কদ্দুস বাংলাদেশে বেড়াতে যান। তিনি লং আইল্যান্ডে কন্যার বসায় প্রবাসী জীবন-যাপন করছিলেন।
শোক প্রকাশ: প্রবীণ আইনজীবি এম এ কদ্দুসের ইন্তেকাল নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং হককথা.কম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ ইন্্ক’র সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন পৃথক শোক বার্তায় টাঙ্গাইলের কৃতি সন্তান এডভোকেট এম এ কদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ এবং মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করেছেন। আরো শোক প্রকাশ করেছেন সমিতির সাবেক আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ শামসুজ্জামান খান ও সাবেক সদস্য সচিব খন্দকার মাহবুব হোসেন।