বিজ্ঞাপন :
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র প্রতিষ্ঠাবার্ষিকী ও পূনর্মিলণী ২৪ এপ্রিল
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১২:৩১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
- / ৫৭৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র ১২তম প্রতিষ্ঠার্ষিকী ও পূনর্মিলণী অনুষ্ঠান ২৪ এপ্রিল রোববার আয়োজন করা হবে। জ্যামাইকার সামান্তা স্মীথ স্কুলে (১৫৩-২৭ ৮৮ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক) আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। এদিন বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালা চলবে।
অনুষ্ঠানটি সফল করতে প্রফেসর গোলাম মোস্তফাকে আহ্বায়ক, আকতারুজ্জামান হ্যাপিকে প্রধান সমন্বয়কারী ও শরীফ শিকদারকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি ফরিদ খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সকল প্রবাসী টাঙ্গাইলবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।