নিউইয়র্ক: প্রবাসে বাংলাদেশী কমিউনিটির পরিচিতি মুখ, মূলধারায় কম্পিউটার সফটওয়্যার ও প্রোগ্রামিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিপলএনটেক’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু বকর হানিপের পিতা মোহাম্মদ আবুল হাশেম (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে গত ৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে আবুল হাসেম স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবু বকর হানিপ তার বড় ছেলে।
বাংলাদেশী-আমেরিকান আবুল হাশেমের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চেওরা দক্ষিণপাড়া গ্রামে। শনিবার রাতেই মরহুম আবুল হাশেমকে তার নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আবুবকর হানিপ তার পিতার রুহের মাগফেরাতের জন্য কমিউনিটির সকলের প্রতি দোয়া কামনা করেন।