নিউইয়র্ক ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পহেলা বৈশাখে ঢাকায় নারী লাঞ্ছনা: নিউইয়র্কে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ ও সমাবেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫
  • / ৫০১ বার পঠিত

নিউইয়র্ক: ঢাকায় পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের লাঞ্ছনার প্রতিবাদে এবং ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবীতে নিউইয়র্কে সমাবেশ করেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা। ২৯ এপ্রিল বুধবার বিকেলে জ্যাকসন হাইটের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এই সমাবেশের মুল উদ্যোক্তা ছিল লাগর্ডিয়া কমিউনিটি কলেজের বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধীনস্ত কুইন্স কলেজসহ অন্যান্য কলেজের প্রায় অর্ধশত বাংলাদেশী শিক্ষার্থীরা বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ও পোস্টার হাতে এই সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন আশরাফুল হাবিব মিহির, শাহ ফয়সাল, আয়েশা, তাহমিনা, আবির, অধরা, মিহির, তুহিন আলী, কার্তিক চৌধুরী, মিল্টন হোসেন, মির্জা সাফি বেগ, মোহাম্মদ হোসাইন, রওশন আরা, আজাদ, আবীর, আহমেদ শশী প্রমুখ। বক্তারা পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার মতো বর্বর কর্মকান্ডকে জাতির জন্য ‘কলঙ্কজনক’ উল্লেখ করেন এবং ক্ষোভের সাথে বলেন, নারীদের ওপর যারা আক্রমণ চালিয়েছে তারা মানবতার শত্রু। এই ঘটনার লজ্জা নারী নয় বরং লজ্জা আক্রমণকারীদের আর যারা আক্রমনকারীদের যারা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তাদের। ভবিষ্যতে এ ধরনের আক্রমণ সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানায় ছাত্র-ছাত্রী সমাজ। বক্তারা বলেন, সরকার ঘটনার জন্য দায়ীদেরকে গ্রেফতারে বদলে টালবাহানা করছে। বিভিন্ন চ্যানেলের ভিডিও ফুটেজে দুস্কৃতকারীদের সুস্পষ্ট ছবি প্রচার হওয়ার পরও এ নিয়ে অযথাই নানা প্রশ্ন তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। তারা অবিলম্বে জড়িতদের সব রাজনৈতিক বিচার বিবেচনা ভুলে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বসানে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

পহেলা বৈশাখে ঢাকায় নারী লাঞ্ছনা: নিউইয়র্কে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ ও সমাবেশ

প্রকাশের সময় : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: ঢাকায় পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের লাঞ্ছনার প্রতিবাদে এবং ঘটনার জন্য দায়ীদের শাস্তি দাবীতে নিউইয়র্কে সমাবেশ করেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীরা। ২৯ এপ্রিল বুধবার বিকেলে জ্যাকসন হাইটের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এই সমাবেশের মুল উদ্যোক্তা ছিল লাগর্ডিয়া কমিউনিটি কলেজের বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধীনস্ত কুইন্স কলেজসহ অন্যান্য কলেজের প্রায় অর্ধশত বাংলাদেশী শিক্ষার্থীরা বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ও পোস্টার হাতে এই সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন আশরাফুল হাবিব মিহির, শাহ ফয়সাল, আয়েশা, তাহমিনা, আবির, অধরা, মিহির, তুহিন আলী, কার্তিক চৌধুরী, মিল্টন হোসেন, মির্জা সাফি বেগ, মোহাম্মদ হোসাইন, রওশন আরা, আজাদ, আবীর, আহমেদ শশী প্রমুখ। বক্তারা পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার মতো বর্বর কর্মকান্ডকে জাতির জন্য ‘কলঙ্কজনক’ উল্লেখ করেন এবং ক্ষোভের সাথে বলেন, নারীদের ওপর যারা আক্রমণ চালিয়েছে তারা মানবতার শত্রু। এই ঘটনার লজ্জা নারী নয় বরং লজ্জা আক্রমণকারীদের আর যারা আক্রমনকারীদের যারা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তাদের। ভবিষ্যতে এ ধরনের আক্রমণ সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানায় ছাত্র-ছাত্রী সমাজ। বক্তারা বলেন, সরকার ঘটনার জন্য দায়ীদেরকে গ্রেফতারে বদলে টালবাহানা করছে। বিভিন্ন চ্যানেলের ভিডিও ফুটেজে দুস্কৃতকারীদের সুস্পষ্ট ছবি প্রচার হওয়ার পরও এ নিয়ে অযথাই নানা প্রশ্ন তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। তারা অবিলম্বে জড়িতদের সব রাজনৈতিক বিচার বিবেচনা ভুলে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বসানে আর্থিক সহায়তা দেওয়া হয়।