নির্বাচনী তফসিল ঘোষণা ॥ ভোট কেন্দ্র হবে ৫টি!

- প্রকাশের সময় : ১০:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০১৬
- / ৫৮৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইর্ন্কর কার্যকরী পরিষদের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন গত ১৪ আগষ্ট রোববার বিকেলে সোসাইটি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ টিপু সুলতান এই তফসিল ঘোষণা করেন। এদিকে এবার সোসাইটির নির্বাচনে চারটি নির্বাচনী কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন আভাষ পাওয়া গেছে সোসাইটির কর্মকর্তা ও ইসি সূত্রে। কেন্দ্রগুলোর মধ্যে কুইন্সে তিনটি (উডসাইড, ওজনপার্ক ও জ্যামাইকা), ব্রুকলীন আর ব্রঙ্কসে একটি করে কেন্দ্র হবে।
সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক আগামী ৩০-৩১ আগষ্ট মনোনয়নপত্র বিক্রয়, ৪ আগষ্ট মনোনয়নপত্র জমা, ৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার, ৯ সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং নির্বাচন ২৩ অক্টোবর। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতহীন ভোট গ্রহণ চলবে। এসময় নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে আব্দুল হাকিম, আনোয়ার হোসেন, জামান তপন ও ইউনুস সরকার উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, এবার মনোনয়ন প্যাকেজের মূল্য ধরা হয়েছ প্যাকেজ প্রতি ৩০০ ডলার। সভাপতি পদের জন্য মনোনয়ন ফি ধরা হয়েছে ৪৫০০ ডলার, সিনিয়র সহ সভাপতি পদের জন্য ৩৫০০ ডলার, সহ সভাপতি পদের জন্য ৩০০০ ডলার, সাধারণ সম্পাদ পদের জন্য ৩৫০০ ডলার, সহ সাধারণ সম্পাদক পদের জন্য ২০০০ ডলার, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক পদের জন্য ১৫০০ ডলার, কার্যকরী পরিষদের অন্য সকল পদের জন্য মনোনয়ন ফি ধরা হয়েছে ১২৫০ ডলার এবং সদস্য পদের ফি ধরা হয়েছে এক হাজার ডলার। নির্বাচনী সকল কর্মকান্ড সোসাইটি অফিস থেকে পরিচালিত হবে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচন কমিশন বলেছে: সোসাইটির গঠনতন্ত্র মোতাবেক দুই/তিন দিনের মধ্যে বাংলাদেশ সোসাইটি কর্তৃক তৈরী করা ভোটার তালিকা অনুসারে প্রত্যেক সদস্যকে নির্বাচনী তফসিল ও বাইলজ মেই করা হবে। যদি কোন চিঠি পাওয়ার পর নাম, ঠিকানা (পরিবর্তন সহ) ইয়ার অথবা বার্থ (জন্ম সাল) ভুল থাকে তবে তড়িৎ সোসাইটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আগামী ২৬ আগষ্টের মধ্যে ঠিক করতে হবে। কার্যকরী কমিটি সংশোধিত তালিকা ২৭ আগষ্ট নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করবে। সংশোধিত ভোটার তালিকা হস্তান্তরের পর তা চুড়ান্ত ভোটার তালিকা হিসেবে গণ্য হবে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়: ইতিমধ্যেই কুইন্স, ব্রুকলীন, ওজনপার্ক ও ব্রঙ্কসে নির্বাচনী কেন্দ্র চুড়ান্ত করা হয়েছে। আর জ্যামাইকা এলাকায় ১৫০০’র বেশী ভোটার হলে সেখানেও (জ্যামাইকা) কেন্দ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যামাইকা কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন সাইফুদ্দিন আজাদকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিয়েছে।
এক প্রশ্নের উত্তরে সৈয়দ টিপু সুলতান বলেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নেয়া হবে। ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা থাকবে দুই স্তরে। কোনভাবেই জাল ভোট দিতে দেয়া হবে না। মিডিয়ার সুবিধার জন্য এবারই প্রথম ইসি ওয়েবসাইট করেছে। সেই সাথে সকল মিডিয়ার সাথে যোগাযোগের জন্য ইসি’র অন্যতম সদস্য জামান তপনকে দায়িত্ব দেয়া হয়েছে।