নিজামীর ফাঁসি: বিচারিক হত্যাকান্ডের অভিযোগে জাতিসংঘের সামনে কোবা’র প্রতিবাদ বিক্ষোভ
- প্রকাশের সময় : ০১:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬
- / ৭৬৭ বার পঠিত
নিউইয়র্ক: মানবতাবেিরাধী অপরাধ অভিযোগরে নামে জামায়াত ইসলামী বাংলাদশ-এর আমীর মাওলানা মতিউর নিজামীসহ দেশের শীর্ষ ইসলামী আন্দোলনের নেতাদের বিচারিক হত্যাকান্ডের প্রতিবাদে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে কোয়ালিশন অফ বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ( কোবা)। স্থানীয় সময় ১৫ মে রোববার জাতিসংঘ সদর দপ্তরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রটারী জেনারলে আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদরে মোল্লা ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধূরীকে হত্যা করা হয়ছে। এছাড়াও ইসলামী আন্দোলনরে র্শীষ নেতা মীর কাসমে আলীসহ ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকারের ফরমায়েশী বিচার শেষ পর্যায়ে রয়েছে।
কোবা’র আয়োজনে প্রতবিাদ সভায় বক্তারা আরো বলেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে আর্দশিক ও রাজনৈতিকভাবে মোকাবলোয় র্ব্যথ হয়ে হত্যা ও ষড়যন্ত্ররে পথ বেছে নিয়েছে। বিশ্ব বরণ্যে আলেমে দ্বীন, সাবেক সফল মন্ত্রী ও আমীরে জামায়াতকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ট্রাইব্যুনালরে মাধ্যমে হত্যা করা হয়েছে। মিথ্যা ও সাজানো সাক্ষী দিয়ে বিচারের নামে নাটক তৈরী করা হয়েছে, যা বাংলাদেশের মানুষের কাছে দিবালোকের মত স্পষ্ট। বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের নেতাদের বিচারিক হত্যাকান্ডের জন্য সরকার ও সংশ্লিষ্ট বিচারকদের ইতিহাসের কাড়গড়ায় দাড়াঁতে হবে।
বক্তারা সরকারকে হুঁশয়িার করে বলনে, মাওলানা নিজামী, মুজাহীদ, কামারুজ্জামান, আব্দুল কাদরে মোল্লার মতো হাজারো নেতাকে হত্যা করে বাংলাদেশ থেেক ইসলামকে মুছে ফেলার আওয়ামী স্বপ্ন কখনো পূরণ হবে না।
বক্তারা বলনে, কঠিন পরীক্ষায় আমাদরেকে হতাশ হলে চলবে না। মাওলানা নিজামীর হত্যা বদলে বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ।
বক্তারা সরকাররে রাজনৈতিক প্রতিহিংসামূলক হত্যা ও ষড়যন্ত্ররে বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতেিরাধ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান।
কোয়ালশিন অফ বাংলাদশেী আমরেকিান এসোসিয়েশন-এর আহবায়ক আব্দুল্লাহ আল আরফিরে সভাপতিত্বে এবং প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেেেশ বক্তব্য রাখনে মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তরেক, নিজামীর দুই নাতনি নাফিসা রহমান ও নাজিরা রহমান, হিউম্যান রাইটস ফর বাংলাদশে-এর সভাপতি মাহতাবউদ্দিন আহমেদ, সিনিয়ির সহ সভাপতি মীর মাসুম আলী, প্রগ্রেসিভ ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা প্রফসের নূরুল ইসলাম, মহিলা নেত্রী শাহানা মাসুম, ক্রীড়া সংগঠক মনরিুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ইঞ্জিয়িার আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, আব্দুল খালেক, মজিবুর রহমান প্রমূখ।
জাতিসংঘরে সামনে ৪৭ স্ট্রিটে আয়োজিত কোবা’র সমাবেশ-মিছিল পাচঁ শতাধকি বাংলাদেশী-আমরেকিান অংশ নেন।
মিছিলি শেষে বাংলাদেশের ইসলামী আন্দোলনে শহীদ জাতীয় নেতাদের মাগফরোত কামনায় দোয়া করেন মাওলানা নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক। এসময় এক আবগেঘন পবিবেশের সৃষ্টি হয়।
মসজিদে মসজিদে দোয়া: এদিকে ১২-১৪ মে যথাক্রমে বৃস্প্রতি, শুক্র ও শনিবার নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বাংলাদেশী কমিউনিটি পরিচালিত মসজিদ ছাড়াও অ্যারাবিয়ান, পাকিস্তানী ও ভারতীয় কমিউনিটির প্রায় ১০০ মসজিদে পৃথক দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন বায়তুল মামুর মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন।