নিউইয়র্ক ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্ক স্টেটের স্বীকৃতি পেলো ‘অমর একুশে’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৫
  • / ৮৫৪ বার পঠিত

নিউইয়র্ক: জাতিসংঘ ও ইউনেস্কোর পর বাঙালীর ‘অমর একুশে’ এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলো। সম্প্রতি নিউইয়র্কের স্টেট গভর্নর এন্ড্রু ক্যুমো আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়েছেন।
১৯৯২ সাল থেকে প্রবাসী বাঙালীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুক্তধারা নিউইয়র্ক এবং বাঙালীর চেতনা মঞ্চের ব্যানারে প্রতিবছর একুশে ফেব্রুয়ারীর সূচনালগ্নে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করে আসছে। ২০১৪ সালে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত সাহা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের জন্য নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে পেরাল্টার কাছে প্রস্তাবনা পেশ করেন। স্টেট সিনেট গত ১০ ফেব্রুয়ারী প্রস্তাবটি পাস করে। এরপর গত ১৩ ফেব্রুয়ারী শুক্রবার পাসকৃত প্রস্তাবটি গেজেটে অন্তর্ভুক্ত হয়।
আগামী ২০ ফেব্রুয়ারী বিকাল ৫টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে এই স্বীকৃতি সনদ হস্তান্তর করা হবে। মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবে উপস্থিত থাকার জন্য প্রবাসে অবস্থানরত সকল বাঙালীকে অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দু’সপ্তাহব্যাপী একুশের গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। গ্রন্থমেলায় বাংলাদেশ থেকে প্রকাশিত নতুন বইগুলো প্রদর্শিত হবে বলে জানিয়েছেন মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা। (দৈনিক ইত্তেফাক)

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্ক স্টেটের স্বীকৃতি পেলো ‘অমর একুশে’

প্রকাশের সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৫

নিউইয়র্ক: জাতিসংঘ ও ইউনেস্কোর পর বাঙালীর ‘অমর একুশে’ এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলো। সম্প্রতি নিউইয়র্কের স্টেট গভর্নর এন্ড্রু ক্যুমো আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়েছেন।
১৯৯২ সাল থেকে প্রবাসী বাঙালীরা জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুক্তধারা নিউইয়র্ক এবং বাঙালীর চেতনা মঞ্চের ব্যানারে প্রতিবছর একুশে ফেব্রুয়ারীর সূচনালগ্নে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করে আসছে। ২০১৪ সালে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত সাহা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের জন্য নিউইয়র্ক স্টেট সিনেটর হোজে পেরাল্টার কাছে প্রস্তাবনা পেশ করেন। স্টেট সিনেট গত ১০ ফেব্রুয়ারী প্রস্তাবটি পাস করে। এরপর গত ১৩ ফেব্রুয়ারী শুক্রবার পাসকৃত প্রস্তাবটি গেজেটে অন্তর্ভুক্ত হয়।
আগামী ২০ ফেব্রুয়ারী বিকাল ৫টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে এই স্বীকৃতি সনদ হস্তান্তর করা হবে। মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবে উপস্থিত থাকার জন্য প্রবাসে অবস্থানরত সকল বাঙালীকে অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দু’সপ্তাহব্যাপী একুশের গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে। গ্রন্থমেলায় বাংলাদেশ থেকে প্রকাশিত নতুন বইগুলো প্রদর্শিত হবে বলে জানিয়েছেন মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা। (দৈনিক ইত্তেফাক)