নিউইয়র্ক: আসছে সামারে নিউইয়র্ক স্টেট এর পার্ক ডিপার্টমেন্ট বিভিন্ন পর্যটন ও আনন্দ ভ্রমন স্পট ব্যবস্থাপনার জন্য বাড়তি লোক বল সংগ্রের প্রক্রিয়া শুরু করেছে।
স্টেট পার্ক ডিপার্টমেন্টের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিশেষভাবে বিভিন্ন কমিউনিটি এলাকায় সুইমিং পুল ও সি বিচ এলাকার নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য বাড়তি সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে। আগ্রহী নতুন এবং পুরনো নিরাপত্তা লাইসেন্সধারী সবাই এ কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে স্টেট পার্ক কমিশনার অবশ্য সাময়িক এই কাজে নিয়োগের জন্য কলেজ বা হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেয়ার কথা জানিয়েছেন। তিনি ছাত্রদের জন্য মৌসুমী এই কাজকে একই সাথে আনন্দের এবং অর্থ উপার্জনের উপায় বলে উল্লেখ করেন। তবে আবেদনকারীকে অবশ্যই ১৬ বছর বয়স এবং নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। (টাইম টিভি)