নিউইয়র্ক সিটি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা ৩১ জুলাই

- প্রকাশের সময় : ০৩:১৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০১৬
- / ১৮৮৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ নিউইয়র্ক সিটি শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আগামী ৩১ জুলাই রোববার এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জ্যাকসন হাইটসের খাবার বাড়ী রেষ্টুরেন্টের পালকি পার্টি সেন্টারে ঐদিন সন্ধ্যা ৮টায় এই সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নিউইয়র্ক ষ্টেট শাখা আয়োজিত ঐ সভায় প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং প্রধান বক্তা থাকবেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম। সভায় সভাপতিত্ব করবেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সংগ্রামী সভাপতি জামাল হোসেন এবং সভা পরিচালনা করবেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল সিয়া।
সভায় নিউইয়র্ক সিটি যুবলীগকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়াও সভায় যুক্তরাষ্ট্র যুবলীগ ঘোষিত ছয় দফা কর্মসূচী বাস্তবায়ন বিষয়েও বিস্তারিত আলোচনা হবে।
সভায় বাংলাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গী তৎপরতার বিষয়ে আলোচনা করা হবে।
নিউইয়র্ক ষ্টেট, সিটি ও সকল বরো কমিটি যুবলীগ নেতৃবৃন্দকে যথাসময়ে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।