নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় অমর একুশ’র অনুষ্ঠানমালা শুরু
- প্রকাশের সময় : ১১:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
- / ৭৫৩ বার পঠিত
নিউইয়র্ক: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে প্রবাসে তথা নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ঢাকাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ‘অস্থায়ী শহীদ মিনার’ নির্মাণ করে একুশের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক সহ বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘের বাংলাদেশ মিশন, বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক, জালালাবাদ এসোসিয়েশন অব ইউএসএ, মুক্তধারা ফাউন্ডেশন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এককভাবে/যৌথভাবে অমর একুশে পালনের উদ্যোগ নিয়েছে। একুশের অনুষ্ঠানে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবর্গ। এসব অনুষ্ঠানে নতুন প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, বাংলা ভাষার মর্যাদার দাবীতে ১৯৫২ সালে আতœত্যাগকারী বীর শহীদদের স্মরণে পরের বছর থেকেই অমর একুশে মহান শহীদ দিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। পরবর্তীতে ২০০০ সাল থেকে দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মর্যাদা পায়। খবর ইউএনএ’র।
ইতিহাস বলে, অমর একুশে ফেব্রুয়ারী বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালী জনগণের মায়ের ভাষা ‘বাংলা ভাষা’র মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফালগুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে রফিক, সালাম, জব্বার সহ কয়েকজন তরুণ শহীদ হন। ফলে দিনটি ‘শহীদ দিবস’ হিসেবে চিহ্নিত হয়। কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম (মরহুম) এবং আবদুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য ১৯৯৮ সালে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে আবেদন জানিয়েছিলেন। তাদের এই আবেদনের পর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ বিভিন্ন মহলের দাবীর প্রেক্ষিতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারী থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ‘এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ’ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। একই বছরের মে মাসে ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।
বাংলাদেশ সোসাইটি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ইন্্ক সম্মিলিতভাবে অমর একুশে পালন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। সোসাইটির একুশের কর্মসূচীর মধ্যে রয়েছে: অমর একুশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। ২০ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৪টা থেকে মধ্য রাত ১২টা পর্যন্ত সিটির উডসাইডস্থ গুলশান টেরেসে মূল কর্মসূচী চলবে। এখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টাইম টেলিভিশন ও বাংলা টিভি। বাংলাদেশ সোসাইটির একুশের অনুষ্ঠানে প্রবাসের ৫২টি সংগঠন অংশ নেবে বলে সোসাইটি সূত্রে জানা গেছে। সোসাইটির একুশের অনুষ্ঠান সফল করতে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদারকে আহ্বায়ক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে ‘সম্মিলিত একুশ উদযাপন-২০১৭’ কমিটি সহ বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।
ঢাবি এলামনাই এসোসিয়েশন: অমর একুশে পালন উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন যৌথভাবে অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৫টা থেকে উডসাইডস্থ কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোর-কিশোরীদের মেধা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ। ঢাবি এলামনাই এসোসিয়েশনের একুশের অনুষ্ঠানে প্রবাসের ৪৩টি সংগঠন অংশ নেবে বলে এসোসিয়েশন সূত্রে জানা গেছে।
জালালাবাদ এসোসিয়েশন: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্্ক গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারী সোমবার রাত ৮টায় এস্টোরিয়াস্থ জালালাবাদ কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা এক মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। অনুষ্ঠানটি সফল করতে মিনাজুর রহমান চৌধুরী শেফাজকে আহ্বায়ক ও মানিক আহমদকে সদস্য সচিব করে একুশ উদযাপন কমিটি গঠন করা হয়েছে বলে এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী জানান।
মুক্তধারা ফাউন্ডেশন: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে মুক্তধারা ফাউন্ডেশন গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারী সোমবার জাতিসংঘ ভবনের সামনে বেলা ১২টায়। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুক্তধারা ফাউন্ডেশন-এর সহযোগিতায় একুশে পোস্ট স্ট্যাম্প উদ্বোধন বেলা সাড়ে ১১টায় জ্যাকসন হাইটসস্থ পোষ্ট অফিসে।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক’র আয়োজনে একুশ পালনের কর্মসূচীর মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা৭টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ এক্সিট রিয়েটি মিলনায়তনে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রবাসের সুনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক দুদিনব্যাপী কর্মসূচী গ্রহণ করে। একুশের কর্মসূচীর প্রথম দিনে ১৯ ফেব্রুয়ারী বিকেল চারটায় রোববার জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে শিশু-কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যাভিনেতা জামাল উদ্দিন হোসেন, বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিশিষ্ট চিকিৎসক ডা. বর্ণালী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই এবং ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা সালেহ আহমেদ ও মোহাম্মদ শাহ নেওয়াজ। এছাড়া ২০ ফেব্রুয়ারী সোমবার একুশে প্রথম প্রহরে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে গুলশান টেরেসে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। অনুষ্ঠানটি সফল করতে মোহাম্মদ বিলাল আহমদ চৌধুরীকে আহ্বায়ক, ছদরুন নূরকে প্রধান সমন্বয়কারী ও এডভোকেট কামরুজ্জামান বাবুকে সদস্য সচিব করে সম্মিলিত একুশ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
জ্যাকসন হাইটস: জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ), জ্যাকসন হাইটস এলাকাবাসী ও জ্যাকসন হাইটস আওয়ামী বিজনেস লীগ-এর আয়োজনে জ্যাকসন হাইটসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে স্থানীয় পালকি পার্টি সেন্টারে। মূল অনুষ্ঠান রাত ১২:০১ মিনিটে ডাইভারসিটি প্লাজায়। এখানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। অনুষ্ঠানটি সফল করতে রাশেদ আহমেদকে আহ্বায়ক, দেওয়ান মনিকে সমন্বয়কারী ও হাসান জিলানীকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। জ্যাকসন হ্ইাটসের একুশের অনুষ্ঠানে প্রবাসের ২৪টি সংগঠন/প্রতিষ্ঠান অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ‘ডা. লতিফ-তনু’ নেতৃত্বাধীন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক আয়োজিত কর্মসূচীর মধ্যে রয়েছে- ২০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা ৭টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ এক্সিট রিয়েলটি মিলনায়তনে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান এবং একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সফল করতে নাসির আলী খান পলকে প্রধান উপদেষ্টা, হাসানুজ্জামান হাসানকে চেয়ারম্যান, মোহাম্মদ মোতাহার হোসেন ও মোহাম্মদ রেজাউল হককে কো-চেয়ারম্যান, মোহাম্মদ আবু তাহেরকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার এইচ এম শহীদকে প্রধান সমন্বয়কারী ও এম এ মজিদ আকন্দকে সদস্য সচিব করে একুশ উদযাপন কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনের সভাপতি ডা.মোহাম্মদ আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুজ্জামান খান তনু জানান। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের একুশের অনুষ্ঠানে প্রবাসের ২৬টি সংগঠন/প্রতিষ্ঠান অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন: অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ‘আলম-কাশেম’ নেতৃত্বাধীন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক ১৯ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ মেজবান রেষ্টুরেন্টে ‘ভাষা আন্দোলনে উত্তরবঙ্গ’ শীর্ষক আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতোয়ার আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পরবর্তীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক ড. আনিস রহমান। আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, বিশিষ্ট অভিনেত্রী রিচি সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আব্দুল মতিন, আসিফ বারী টুটুল, মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করতে ফতেনূর আলম বাবুকে আহ্বায়ক, আশরাফুজ্জামান আশরাফকে প্রধান পৃষ্ঠপোষক, মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধান সমন্বয়কারী ও মহব্বত আলী আকন্দকে সদস্য সচিব করে একুশ উদযাপন কমিটি এবং কামাল পাশাকে আহ্বায়ক এবং রুহুল আমীনকে সদস্য সচিব করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ কনস্যুলেট: বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক-এর আয়োজনে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় এস্টোরিয়াস্থ নর্দার্ন বুলেভার্ডস্থ কনস্যুলেট মিলনায়তনে।
ব্রঙ্কস: বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে সম্মিলিতভাবে অমর একুশে পালন করা হবে স্থানীয় পার্কচেস্টারের গোল্ডেন প্যালেস পার্টি হলে। ২০ ফেব্রুয়ারী রাতে নানান কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সভাপতি শাহেদ আহমেদ।
ব্রঙ্কস বাংলাদেশী ওমেন্স এসোসিয়েশন ২১ ফেব্রুয়ারী মঙলবার সকালে প্রথবারের মতো প্রভাতফেরী করবে বলে জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমীন।
অপরদিকে বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য বিশেষ করে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, নিউজার্সী, কানেকটিকাট, মিশিগান, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস প্রভৃতি অঙ্গরাজ্যে বিভিন্ন শহর সহ উত্তর আমেরিকার কানাডায়ও অমর একুশে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।