নিউইয়র্ক: নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভা গত ৪ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও জাতীয় সংসদ সদস্য নূর জাহান বেগম মুক্তা। এছাড়াও অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলহাজ মো: মোশাররফ হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোর্শেদ আলম ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন।
নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোলাম রব্বানী চৌধুরী, কাজী কয়েস, নূরে আলম জিকো, শাহনাজ মমতাজ, শেখ আতিকুল ইসলাম, মহিউদ্দিন, সৈয়দ আতিকুর রহমান, সামসুর রহমান, আব্দুর রকিব মন্টু, শেখ মকলু মিয়া, মোস্তফা কামাল, মিসবাহ আহমেদ, দরুদ মিয়া রনেল, সেবুল মিয়া, শিবলী সাদিক, হুমায়ুন আহমেদ, গণেশ কীর্তনিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আল আমিন, নূরুল হক লাল, মিল্টন আহমেদ প্রমুখ।
সভায় ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে যে সফলতা অর্জিত হয়েছে তাতে ২০১৯ সালের পূর্বেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন, কর্মগুণে তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।