নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১২:৫৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪
- / ৬৫৬ বার পঠিত
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২২ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত হবে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সভার কার্যক্রম চলবে। এর আগে বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন।
এদিকে প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত গত ২০ নভেম্বর সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু তাহের এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। সভায় শনিবার অনুষ্ঠিতব্য সাধারণ সভার প্রস্তুতি, সাধারণ সম্পাদকের রিপোর্ট, ক্লাবের আয়-ব্যয়, সদস্যদের মাসিক চাঁদা, নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মাহমুদ খান তাসের, রিমন ইসলাম, খন্দকার এ কাইয়ুম, আলমগীর সরকার, আজাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।