নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক (২০১৬-২০১৭) নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত ক্লাবের কার্যকরী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু তাহের এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ।
সভার সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্লাবের নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন: প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসাইন মঞ্জু, সদস্য নিনি ওয়াহেদ ও শিহাব উদ্দীন কিসলু। সভায় ক্লাবের সকল সদস্য/সদস্যাদের বকেয়া চাঁদা পরিশোধের অনুরোধ জানানো হয়।