নিউইয়র্ক জুড়ে শান্তিপূর্ন পরিবেশে লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়
- প্রকাশের সময় : ১২:০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬
- / ৬৬১ বার পঠিত
নিউইয়র্ক: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গত ৬ জুলাই বুধবার নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিন নিউইয়র্ক জুড়ে বিভিন্ন ঈদ গাহঁ ও মসজিদে শান্তিপূর্ন পরিবেশে লক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। সিটির পাঁচ বরোর মধ্যে কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে জ্যামাইকা হাই স্কুল মাঠে ও নিউইয়র্ক ঈদ গাহঁ’র উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিাটি প্লাজায়, ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে, ব্রঙ্কসের পার্কচেষ্টারে আর ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে বড় বড় ঈদের জামাত হয়েছে।
নিউইয়র্ক ঈদ গাহঁ’র উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিাটি প্লাজায় ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১১টায় জামাতগুলো হয়। এখাসে স্থানীয় সিটি কাউন্সিলম্যাল ড্যানিয়েল ড্রম মুসল্লীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সকাল ১১টায় অনুষ্ঠিত ঈদের জামাতের ঈমাম কাজী কাইয়্যুম বলেন, আবহাওয়া ভালো থাকলে মসজিদে ঈদের নামাজ আদায় জায়েজ নয়। তিনি ঈদ গাহঁ-এ নামাজ আদায়ের ব্যাপারে সকল মসজিদের সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি বলে জানান। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) ঈদের নামাজ ঈদগাহঁ-এ আদায় করার নির্দেশ দিয়ে গেছেন। উল্লেখ্য, জ্যাকসন হাইটসের প্রতিটি ঈদের জামাত শেষে মুসল্লীদের মাঝে মিস্টির প্যাকেট সরবরাহ করে প্যাটেল ব্রাদার্স।(সাপ্তাহিক পরিচয়)