নিউইয়র্ক ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিশু তোফার মর্মান্তিক মৃত্যু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • / ৬৪৬ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কের বাফেলোতে সড়ক দুর্ঘটনায় তাশফিক তোফা (৫) নামের এক বাংলাদেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তোফা তার মায়ের সাথে রাস্তা পার হচ্ছিলো। তোফার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, তাশফিক তোফায়েলের দেশের বাড়ি বাংলাদেশে সিলেটের জেলার কুলাউড়া উপজেলার বড়লেখা-জুড়ি এলাকায়। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বড়লেখা-জুড়ি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তাশফিক তোফায়েল স্ত্রী, এক কন্যা (৩) আর তোফা সহ এক ভাই ও এক বোন নিয়ে বাফেলোতে বসবাস করছেন।
জানা গেছে, তাশফিকের তোফার বাবা তাশফিক তোফায়েল এক সময় সপরিবারে নিউইয়র্কে বসবাস করতেন। প্রায় ৪ বছর আগে তিনি পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য নিউইয়র্ক থেকে বাফেলোতে চলে যান। সেখানে নিজস্ব বাড়ী ক্রয় করে ভালই চলছিলেন। তোফার মামা হান্নান হাজীও বাফেলোতে বসবাস করেন। মামা-ভাগ্নের বাসার দূরত্ব মাত্র ৫/৭ মিনিটের রাস্তা।
ঘটনার দিন বিকেলে তোফা তার মায়ের সাথে মামার বাসায় গিয়েছিলো। মামার বাসা থেকে নিজেদের বাসায় ফিরছিলো পায়ে হেঁটে মায়ের হাত ধরে। আসছিলেন পায়ে হেঁটে। ঘটনার সময় রাস্তার হতে গেলে একটি গাড়ি তাদের দিকে ছুটে আসছে দেখে তোফা মায়ের হাতে থেকে ছুটে দৌড় দেয় এবং চোখের পলকে সে গাড়ি নিচে চাপা পড়ে। হতবিহ্বল মা এসময় দিকবিদিক হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে পুলিশ কল করা হলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তোফাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তোফা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে পৃথিবীর স্বাদ বুঝার আগেই তোফাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়।
এদিকে তোফাকে হারিয়ে তার মা-বাবা গাপল প্রায়। মা শুধু প্রলাপ বকছেন। তারাই সামনে তার আদরের সন্তান, তার হাত থেকে ছুটে গিয়ে কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করলো তা তিনি কোন ভাবেই মেনে নিতে পারছেন না।
অপরদিকে তাশফিক তোফার নামাজে জানাজা পরদিন ২৬ অক্টোবর বুধবার বাদ জোহর বাফেলো ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লি জানাজা নামাজে অংশ নেন। পরবর্তীতে তোফার মরহদেহ স্থানীয় মুসলিম কবর স্থানে দাফন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিশু তোফার মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬

নিউইয়র্ক: নিউইয়র্কের বাফেলোতে সড়ক দুর্ঘটনায় তাশফিক তোফা (৫) নামের এক বাংলাদেশী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। ঘটনার সময় তোফা তার মায়ের সাথে রাস্তা পার হচ্ছিলো। তোফার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, তাশফিক তোফায়েলের দেশের বাড়ি বাংলাদেশে সিলেটের জেলার কুলাউড়া উপজেলার বড়লেখা-জুড়ি এলাকায়। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বড়লেখা-জুড়ি সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তাশফিক তোফায়েল স্ত্রী, এক কন্যা (৩) আর তোফা সহ এক ভাই ও এক বোন নিয়ে বাফেলোতে বসবাস করছেন।
জানা গেছে, তাশফিকের তোফার বাবা তাশফিক তোফায়েল এক সময় সপরিবারে নিউইয়র্কে বসবাস করতেন। প্রায় ৪ বছর আগে তিনি পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য নিউইয়র্ক থেকে বাফেলোতে চলে যান। সেখানে নিজস্ব বাড়ী ক্রয় করে ভালই চলছিলেন। তোফার মামা হান্নান হাজীও বাফেলোতে বসবাস করেন। মামা-ভাগ্নের বাসার দূরত্ব মাত্র ৫/৭ মিনিটের রাস্তা।
ঘটনার দিন বিকেলে তোফা তার মায়ের সাথে মামার বাসায় গিয়েছিলো। মামার বাসা থেকে নিজেদের বাসায় ফিরছিলো পায়ে হেঁটে মায়ের হাত ধরে। আসছিলেন পায়ে হেঁটে। ঘটনার সময় রাস্তার হতে গেলে একটি গাড়ি তাদের দিকে ছুটে আসছে দেখে তোফা মায়ের হাতে থেকে ছুটে দৌড় দেয় এবং চোখের পলকে সে গাড়ি নিচে চাপা পড়ে। হতবিহ্বল মা এসময় দিকবিদিক হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। পরবর্তীতে পুলিশ কল করা হলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স এসে তোফাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তোফা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ফলে পৃথিবীর স্বাদ বুঝার আগেই তোফাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়।
এদিকে তোফাকে হারিয়ে তার মা-বাবা গাপল প্রায়। মা শুধু প্রলাপ বকছেন। তারাই সামনে তার আদরের সন্তান, তার হাত থেকে ছুটে গিয়ে কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করলো তা তিনি কোন ভাবেই মেনে নিতে পারছেন না।
অপরদিকে তাশফিক তোফার নামাজে জানাজা পরদিন ২৬ অক্টোবর বুধবার বাদ জোহর বাফেলো ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লি জানাজা নামাজে অংশ নেন। পরবর্তীতে তোফার মরহদেহ স্থানীয় মুসলিম কবর স্থানে দাফন করা হয়।