বিজ্ঞাপন :
নিউইয়র্কে সাংবাদিক সাদেক খান স্মরণ সভা ২৯ মে রোববার

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬
- / ৮৯৮ বার পঠিত
নিউইয়র্ক: প্রবীণ সাংবাদিক, কলামনিস্ট, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মরহুম সাদেক খান স্মরণে নিউইয়র্কে সভার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ মে রোববার বিকেল ৭টায় জ্যাকসন হাইটস্থ ইত্যাদি রেষ্টুরেন্টের পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হবে। সভাটি সফল করতে ইতিমধ্যেই ‘সাদেক খান স্মরণ সভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক আতিকুর রহমান ইউসুফজাই সালু এবং সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন।
নিউইয়র্কের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্মানিত সম্পাদক/পরিচালক, বার্তা সম্পাদক সহ প্রবাসের সকল কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকবৃন্দ উক্ত সভায় বিশেষভাবে আমন্ত্রিত।
উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগে সাদেক খান গত ১৬ মে সোমবার বেলা ১১টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)।