নিউইয়র্কে শেষ হলো বাংলা উৎসব ও বইমেলা

- প্রকাশের সময় : ০৭:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫
- / ৬৮৫ বার পঠিত
নিউইয়র্ক: প্রবাসে বাঙালী সংস্কৃতি চর্চা বিকাশ এবং অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্যে দিয়ে নিউইয়র্কে ২৪তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২৪ মে শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে যোগ দিয়েছিলেন নিউইয়র্কসহ আশেপাশের অঙ্গরাজ্য থেকে আসা কয়েক হাজার বাংলাদেশী।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকা পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। নিউইয়র্কের পুস্তক বিক্রেতা প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে নিউইয়র্ক রাজ্য সরকার এবছর উৎসবের তিনদিনকে ‘বাংলা দিবস’ হিসাবে ঘোষণা করে।
এর আগে তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এছাড়াও ঢাকা থেকে উৎসবে যোগ দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, প্রখ্যাত সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার গুণী মানুষেরা। এবছর মেলার আহ্বায়ক ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।
বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সসহ বেশকিছু প্রতিষ্ঠান বিপুল অর্থ সহায়তা দিয়েছে।
এদিকে এবারের ২৪তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলাকে ‘বিশৃঙ্খল, বাণিজ্যপ্রবণ, অস্বচ্ছ ও অগোছালো’ বলে মন্তব্য করেছেন উৎসবের সহ-আয়োজক রুমা চৌধুরী। এছাড়াও বিভিন্ন মহল থেকে নানান অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আয়োজন প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা।
আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানের শেষ দিনে ছিল আমন্ত্রিত অতিথিতের আড্ডা, শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, লেখক-প্রকাশ-পাঠক ত্রিমুখী আলাপচারিতা, ছড়া ও স্বরচিত কবিতা পাঠের আসর, আমন্ত্রিত শিল্পীদের সঙ্গীত পরিবেশন, পাবর্ত্য চট্টগ্রামের শিল্পীদের আঞ্চলিক পরিবেশনা, নাটক নিয়ে আলোচনা ও অভিনয়, মূলধারায় বাঙালী লেখকদের আলোচনা, সংস্কৃতিকর্মী সেমন্তী ওয়াহেদের নৃত্য, ব্যান্ড সঙ্গীত ইত্যাদি। মেলায় পাবর্ত্য চট্টগ্রামের চারুশিল্পী যুক্তরাষ্ট্র প্রবাসী কেসি মংয়ের চিত্র প্রদশর্নীতে ভিড় ছিল লক্ষণীয়। এছাড়া বই ও বিভিন্ন পণ্যের স্টলেও ভিড় লক্ষ করা গেছে।
প্রবাসের সেরা আবৃত্তিকার মুমু আনসারীর সঞ্চালনায় ছড়া পাঠ পর্বে অংশ নেন কবি ও সাংবাদিক দর্পণ কবীর, ফকির সেলিম, প্রকাশক হুমায়ূন কবীর ঢালী, মিজানুর রহমান জোয়ার্দার প্রমুখ। সবশেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন দর্শক-শ্রোতারা।(দৈনিক ইত্তেফাক)