নিউইয়র্কে মুক্তধারার আয়োজনে প্রথম প্যারেড : ২৬ মার্চকে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ডে ঘোষণা’ গভর্ণর এন্ড্রু কুমো’র : বিপুল উৎসাহ-উদ্দীপনায় প্রবাসেও বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- প্রকাশের সময় : ০৭:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
- / ৮৫৩ বার পঠিত
নিউইযর্ক: দেশের ন্যায় প্রবাসেও বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মিশন আলোচনা সভা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইন্ক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার……’ এই চেতনাকে সামনে রেখে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চ উত্তর আমেরিকার বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক-রাজনৈতিক-আঞ্চলিক সংগঠনগুলোর সহযোগিতায় নিউইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার প্যারেড আয়োজন করে। অপরদিকে ডাইভারসিটি প্লাজায় বাংলাদেশের স্বাধীনতা দিবসের উপর বিশেষ মঞ্চ তৈরী করে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব’। সেখানেই প্রথমবারের মতো ঐক্যবদ্ধ স্বাধীনতা দিবস উদযাপন করে প্রবাসের বিভিন্ন সংগঠন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনভর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তিতে উৎসবমুখর প্রবাসীদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষ্যনীয়। ডাইভারসিটি প্লাজার আড্ডা খানার খোলা আকাশের নীচে দিনভর সাংষ্কৃতিক অনুষ্ঠান, দেশের গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন দেশ ও প্রবাসের শিল্পীরা। এতে বাংলাদেশী প্রজন্মের শিশু-কিশোররাও দেশের প্রতি ভালোবাসার টানে গান ও আবৃত্তি পরিবেশনে অংশ নেন। কবিতা পাঠ করেন নতুন প্রজন্ম সহ নবীন-প্রবীণ মিলিয়ে প্রায় ৪৫জন কবি-সাহিত্যিক আর সাহিত্যানুরাগী। এদিকে, প্যারেড শেষে পিএস ১৬৯ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নিউইয়র্কে ২৬ মার্চকে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ডে ঘোষণায়’ নিউইয়র্ক স্টেট গভর্ণর এন্ড্রু কুমো’র অনুমোদনকৃত ঘোষণাপত্রটি হস্তান্তর করা হয়।
স্বাধীনতা দিবসের আলোচনায় প্রবাসের বক্তরা স্বাধীনতা বিরোধীদের রুখে দাঁড়ানোর পুন: সংকল্প ব্যক্ত করেছেন। বক্তারা একাত্তরের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজের সংকল্পও ব্যক্ত করেন এবং একাত্তরের পরাজিত শত্রুদের যে কোন অপতৎপরতা শক্তহাতে প্রতিহত করতে সকল প্রবাসীকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জাতিসংঘের বাংলাদেশ মিশন আলোচনা সভা, যৌথভাবে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালীর চেতনামঞ্চ প্যারেড ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্র প্রদশর্ণী, বাংলাদেশ সোসাইটি আলোচনা সভা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আরোচনা সভা, এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি আলোচনা সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আলোচনা সভা, জেনোসাইড ৭১ ফাউন্ডেশন ইউএসএ আরোচনা সভা, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ আলোচনা সভার আযোজন করে। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করে।
অপরদিকে বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, নিউজার্সী, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, টেক্সাস, পেনসিলভেনিয়া, কানেকটিকাট প্রভৃতি অঙ্গরাজ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালনের খবর পাওয়া গেছে। খবর ইউএনএ’র।