নিউইয়র্ক ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে বিরোধীদলীয় হুইপ সেলিম সম্বর্ধিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
  • / ৬১১ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বলেছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি সরকারের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীরা যাতে হয়রানি না হয় সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সেলিম উদ্দিনের সম্মানে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ টক অব দ্য টাউন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুন নূর বড় ভূইয়া, মাহবুব চৌধুরী, হাজী আব্দুর রহমান রহমান, জসিম চৌধুরী, অ্যাডভোকেট শাহজাদ শান্ত, মাহবুবুর রহমান অনিক, নজমুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সেলিম উদ্দিন এমপিকে ফুলের শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও প্রবাসের বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, বিদেশে বাংলাদেশ মিশন ও দূতাবাসে প্রবাাসীরা যাতে সঠিক সেবা পেতে পারে এজন্য সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি একেকজন প্রবাসী দেশের একজন রাষ্ট্রদূত উল্লেখ করে বলেন, তারাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তিনি প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেল্পডেস্ক অথবা প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন।
জাতীয় পার্টিকে সংগঠিত করার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দেশে ও প্রবাসে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে বিরোধীদলীয় হুইপ সেলিম সম্বর্ধিত

প্রকাশের সময় : ০৮:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বলেছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি সরকারের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীরা যাতে হয়রানি না হয় সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সেলিম উদ্দিনের সম্মানে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ টক অব দ্য টাউন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আব্দুন নূর বড় ভূইয়া, মাহবুব চৌধুরী, হাজী আব্দুর রহমান রহমান, জসিম চৌধুরী, অ্যাডভোকেট শাহজাদ শান্ত, মাহবুবুর রহমান অনিক, নজমুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সেলিম উদ্দিন এমপিকে ফুলের শুভেচ্ছা জানান দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতা-কর্মী ছাড়াও প্রবাসের বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, বিদেশে বাংলাদেশ মিশন ও দূতাবাসে প্রবাাসীরা যাতে সঠিক সেবা পেতে পারে এজন্য সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি একেকজন প্রবাসী দেশের একজন রাষ্ট্রদূত উল্লেখ করে বলেন, তারাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তিনি প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেল্পডেস্ক অথবা প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন।
জাতীয় পার্টিকে সংগঠিত করার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। তাই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দেশে ও প্রবাসে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি।