নিউইয়র্ক: ১৫ আগষ্টের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও ছাত্রদল যৌথভাবে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মবার্র্ষিকী পালন করা হয়। যুক্তরাষ্ট্র ছাত্রদলের সার্বিক ব্যবস্থাপনায় ছাত্রদল সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জনির উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরাম অব নর্থ আমেরিকার সভাপতি কাজী আজহারুল হক মিলন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক সৈয়দ এম রেজা, প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রুকলীন বিএনপির সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, বিএনপি নেতা মাঈনুদ্দিন মানিক, মোস্তফা জুবায়ের, ইব্রাহিম হোসেন, মিজানুর রহমান, নিউইয়র্ক সিটি যুবদল সাধারন সম্পাদক নূরে আলম চৌধুরী, ছাত্রনেতা কাদের আজাদ, ইমন, ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করে গনতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে গনমানুষের দাবী পুন:প্রতিষ্ঠত করার দৃপ্ত শপথ গ্রহন করেন।
পরে নেতৃবৃন্দ কেক কাটেন।