নিউইয়র্ক ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন অর্থমন্ত্রীর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫
  • / ৮৮০ বার পঠিত

নিউইয়র্ক: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের শত্রু বলে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এখন অস্তিত্বহীন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের গত কয়েক মাসের জ্বালাও-পোড়াও-এর রাজনীতি দেশের মানুষ দেখেছে। খালেদা জিয়ার উপর হামলাকে জনগণের ক্ষোভের বহি:প্রকাশ বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে একটি ব্যাংক প্রতিষ্ঠায় প্রবাসীদের দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী এমন সম্ভাবনা নাকচ করে দেন।
যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথা বলেন। মন্ত্রী কনস্যুলেটে এসে পৌছলে কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান তাকে স্বাগত জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশের মহান স্বাধীনতা কীভাবে জনগণের জন্যে ব্যাপক কল্যাণ বয়ে এনেছে তা সবিস্তারে তুলে ধরেন। তিনি বাংলাদেশের ‘উন্নয়ন যাত্রা’র কথা উল্লেখ করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাত্তোর বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রবাসীসহ সকল বাংলাদেশীর গর্ববোধ করা উচিত। তিনি কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের আহ্বান জানান।
অর্থমন্ত্রী কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় প্রবাসীদের কেউ কেউ নানা অভিযোগের কথা তুলে ধরেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র সফররত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমানসহ উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি কার্যক্রমে অংশগ্রহণের জন্য অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন অর্থমন্ত্রীর

প্রকাশের সময় : ০৩:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের শত্রু বলে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এখন অস্তিত্বহীন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের গত কয়েক মাসের জ্বালাও-পোড়াও-এর রাজনীতি দেশের মানুষ দেখেছে। খালেদা জিয়ার উপর হামলাকে জনগণের ক্ষোভের বহি:প্রকাশ বলে তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রে একটি ব্যাংক প্রতিষ্ঠায় প্রবাসীদের দীর্ঘদিনের দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী এমন সম্ভাবনা নাকচ করে দেন।
যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিস পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথা বলেন। মন্ত্রী কনস্যুলেটে এসে পৌছলে কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান তাকে স্বাগত জানান।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশের মহান স্বাধীনতা কীভাবে জনগণের জন্যে ব্যাপক কল্যাণ বয়ে এনেছে তা সবিস্তারে তুলে ধরেন। তিনি বাংলাদেশের ‘উন্নয়ন যাত্রা’র কথা উল্লেখ করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাত্তোর বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রবাসীসহ সকল বাংলাদেশীর গর্ববোধ করা উচিত। তিনি কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের আহ্বান জানান।
অর্থমন্ত্রী কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় প্রবাসীদের কেউ কেউ নানা অভিযোগের কথা তুলে ধরেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ. কে. আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র সফররত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমানসহ উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি কার্যক্রমে অংশগ্রহণের জন্য অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করছেন।