নিউইয়র্ক ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে বাংলাদেশীর ওপর হামলাকারী দুই কৃষ্ণাঙ্গ গ্রেপ্তার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০১৬
  • / ১১৭২ বার পঠিত

নিউইয়র্ক: কম্যুনিটির চাপের পরিপ্রেক্ষিতে ‘আইএস আইএস’ শ্লোগানে ব্রঙ্কসে বাংলাদেশী মুজিবুর রহমানের ওপর ধর্মীয় বিদ্বেষমূলকভাবে হামলাকারী দুই কৃষ্ণাঙ্গ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ২২ জানুয়ারী শুক্রবার পৃথক দুটি অভিযানে এ দু’জনকে গ্রেফতার করা হয়। পুুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে ১৪ বছর বয়সী এক তরুণকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী ১৫ বছর বয়সী তার অপকর্মের সাথীকেও ব্রঙ্কসের একটি স্কুল থেকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। বয়সের কারণে তাদের নাম গোপন রাখা হয়েছে। তবে এদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক হামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করার পর বিস্তারিত পরিচয় প্রকাশে আর কোন বাধা থাকবে না। একইসাথে ৪৩ বছর বয়েসী মজিবুরকে নির্দয়ভাবে প্রহারের অভিযোগও করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৫টায় ব্রঙ্কসের পাবলিক স্কুল-১১৯ থেকে ৯ বছর বয়েসী ভাগ্নি ইমাকে আনার সময় স্কুলের সামনের রাস্তায় পেছন থেকে অতর্কিতে মুখোশধারী দুই তরুণ মজিবুরের ওপর হামলা চালায়। এ সময় তারা সন্ত্রাসী চক্র ‘আইএস আইএস’ বলে শ্লোগানও দেয়। ওদের আচমকা কিল-ঘুষিতে মজিবুর রাস্তায় পড়ে গেলে বর্বরোচিতভাবে লাথি দেয়া হয়। এ সময় মজিবুরের ভাগ্নি ইমা তার সেল ফোন থেকে পুলিশকে জানায় ঘটনাটি। দুর্বৃত্তদ্বয় তা টের পেয়ে মজিবুরকে অজ্ঞান অবস্থায় রাস্তায় রেখেই ওই স্থান থেকে সটকে পড়ে। পাজামা-পাঞ্জাবি পরিহিত মজিবুরকে পুলিশ নিয়ে যায় নিকটস্থ হাসপাতালে। সিলেটের দক্ষিণ সুরমার সন্তান মজিবুর রহমান দু’বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে মুয়াজ্জিনের চাকরি করছিলেন। মজিবুর আক্রান্ত হবার সংবাদ জানাজানি হবার পর প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়। এ অবস্থায় স্থানীয় সিনেটর, অ্যাসেম্বলীম্যান, সিটি ও বরো প্রশাসনের টনক নড়ে। এফবিআই, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নামে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্যে। শুরু হয় তল্লাশী ও জিজ্ঞাসাবাদ।
বাংলাদেশীদের প্রতিবাদ: এদিকে আইএস আখ্যায়িত করে বাংলাদেশী মুজিবর রহমানের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের হামলার প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা। একই সঙ্গে হামলাকারীদের ধরতে আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করেন তারা। ১৯ জানুয়ারী মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশী-আমেরিকান অ্যাডভোকেট মোহাম্মদ এন মজুমদার ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় মূলধারার নেতৃবৃন্দের মধ্যে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, সিনেটর রুবিন ডিয়াজ, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট ল্যাটিশিয়া জেমস, অ্যাসেম্বলিম্যান মার্ক ক্রিস্টো প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশী কমুনিটির পক্ষ থেকে বিএসিসি’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, বিবিএ’র সভাপতি এম ইসলাম মামুন, দক্ষিণ সুরমা সমিতি’র সভাপতি খলিলুর রহমান, মৌলভীবাজারের রউফ তফাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রব, মোহাম্মদ আহসান, পার্কচেস্টার মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম, হামলার শিকার মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পিএস ১২৫ থেকে ভাতিজিকে আনার জন্য গেলে দাড়ি, পাঞ্জাবি ও টুপি পরা মজিবর রহমানের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবক হামলা চালায়।
Mojibur Rahman_BD Protest_Ittefaqবাংলাদেশীদের প্রতিবাদ: এদিকে আইএস আখ্যায়িত করে বাংলাদেশী মুজিবর রহমানের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের হামলার প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা। একই সঙ্গে হামলাকারীদের ধরতে আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করেন তারা। ১৯ জানুয়ারী মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশী-আমেরিকান অ্যাডভোকেট মোহাম্মদ এন মজুমদার ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় মূলধারার নেতৃবৃন্দের মধ্যে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, সিনেটর রুবিন ডিয়াজ, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট ল্যাটিশিয়া জেমস, অ্যাসেম্বলিম্যান মার্ক ক্রিস্টো প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশী কমুনিটির পক্ষ থেকে বিএসিসি’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, বিবিএ’র সভাপতি এম ইসলাম মামুন, দক্ষিণ সুরমা সমিতি’র সভাপতি খলিলুর রহমান, মৌলভীবাজারের রউফ তফাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রব, মোহাম্মদ আহসান, পার্কচেস্টার মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম, হামলার শিকার মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে বাংলাদেশীর ওপর হামলাকারী দুই কৃষ্ণাঙ্গ গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০১৬

নিউইয়র্ক: কম্যুনিটির চাপের পরিপ্রেক্ষিতে ‘আইএস আইএস’ শ্লোগানে ব্রঙ্কসে বাংলাদেশী মুজিবুর রহমানের ওপর ধর্মীয় বিদ্বেষমূলকভাবে হামলাকারী দুই কৃষ্ণাঙ্গ তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ২২ জানুয়ারী শুক্রবার পৃথক দুটি অভিযানে এ দু’জনকে গ্রেফতার করা হয়। পুুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে ১৪ বছর বয়সী এক তরুণকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী ১৫ বছর বয়সী তার অপকর্মের সাথীকেও ব্রঙ্কসের একটি স্কুল থেকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। বয়সের কারণে তাদের নাম গোপন রাখা হয়েছে। তবে এদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক হামলার অভিযোগ আনুষ্ঠানিকভাবে দায়ের করার পর বিস্তারিত পরিচয় প্রকাশে আর কোন বাধা থাকবে না। একইসাথে ৪৩ বছর বয়েসী মজিবুরকে নির্দয়ভাবে প্রহারের অভিযোগও করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৫টায় ব্রঙ্কসের পাবলিক স্কুল-১১৯ থেকে ৯ বছর বয়েসী ভাগ্নি ইমাকে আনার সময় স্কুলের সামনের রাস্তায় পেছন থেকে অতর্কিতে মুখোশধারী দুই তরুণ মজিবুরের ওপর হামলা চালায়। এ সময় তারা সন্ত্রাসী চক্র ‘আইএস আইএস’ বলে শ্লোগানও দেয়। ওদের আচমকা কিল-ঘুষিতে মজিবুর রাস্তায় পড়ে গেলে বর্বরোচিতভাবে লাথি দেয়া হয়। এ সময় মজিবুরের ভাগ্নি ইমা তার সেল ফোন থেকে পুলিশকে জানায় ঘটনাটি। দুর্বৃত্তদ্বয় তা টের পেয়ে মজিবুরকে অজ্ঞান অবস্থায় রাস্তায় রেখেই ওই স্থান থেকে সটকে পড়ে। পাজামা-পাঞ্জাবি পরিহিত মজিবুরকে পুলিশ নিয়ে যায় নিকটস্থ হাসপাতালে। সিলেটের দক্ষিণ সুরমার সন্তান মজিবুর রহমান দু’বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদে মুয়াজ্জিনের চাকরি করছিলেন। মজিবুর আক্রান্ত হবার সংবাদ জানাজানি হবার পর প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়। এ অবস্থায় স্থানীয় সিনেটর, অ্যাসেম্বলীম্যান, সিটি ও বরো প্রশাসনের টনক নড়ে। এফবিআই, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে নামে দুর্বৃত্তদের গ্রেফতারের জন্যে। শুরু হয় তল্লাশী ও জিজ্ঞাসাবাদ।
বাংলাদেশীদের প্রতিবাদ: এদিকে আইএস আখ্যায়িত করে বাংলাদেশী মুজিবর রহমানের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের হামলার প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা। একই সঙ্গে হামলাকারীদের ধরতে আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করেন তারা। ১৯ জানুয়ারী মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশী-আমেরিকান অ্যাডভোকেট মোহাম্মদ এন মজুমদার ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় মূলধারার নেতৃবৃন্দের মধ্যে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, সিনেটর রুবিন ডিয়াজ, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট ল্যাটিশিয়া জেমস, অ্যাসেম্বলিম্যান মার্ক ক্রিস্টো প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশী কমুনিটির পক্ষ থেকে বিএসিসি’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, বিবিএ’র সভাপতি এম ইসলাম মামুন, দক্ষিণ সুরমা সমিতি’র সভাপতি খলিলুর রহমান, মৌলভীবাজারের রউফ তফাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রব, মোহাম্মদ আহসান, পার্কচেস্টার মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম, হামলার শিকার মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পিএস ১২৫ থেকে ভাতিজিকে আনার জন্য গেলে দাড়ি, পাঞ্জাবি ও টুপি পরা মজিবর রহমানের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবক হামলা চালায়।
Mojibur Rahman_BD Protest_Ittefaqবাংলাদেশীদের প্রতিবাদ: এদিকে আইএস আখ্যায়িত করে বাংলাদেশী মুজিবর রহমানের ওপর দুই কৃষ্ণাঙ্গ যুবকের হামলার প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা। একই সঙ্গে হামলাকারীদের ধরতে আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করেন তারা। ১৯ জানুয়ারী মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশী-আমেরিকান অ্যাডভোকেট মোহাম্মদ এন মজুমদার ও অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় মূলধারার নেতৃবৃন্দের মধ্যে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, সিনেটর রুবিন ডিয়াজ, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট ল্যাটিশিয়া জেমস, অ্যাসেম্বলিম্যান মার্ক ক্রিস্টো প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশী কমুনিটির পক্ষ থেকে বিএসিসি’র প্রেসিডেন্ট অ্যাডভোকেট এন মজুমদার, সাধারণ সম্পাদক নজরুল হক, বিবিএ’র সভাপতি এম ইসলাম মামুন, দক্ষিণ সুরমা সমিতি’র সভাপতি খলিলুর রহমান, মৌলভীবাজারের রউফ তফাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রব, মোহাম্মদ আহসান, পার্কচেস্টার মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম, হামলার শিকার মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।