নিউইয়র্ক ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে ফোক ফেস্টিভ্যাল ‘লালন মিউজিক্যাল নাইট’ ৬ মে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬
  • / ১০১৬ বার পঠিত

নিউইয়র্ক: নব প্রতিষ্ঠিত এনওয়াইসি ইভেন্ট ম্যানেজম্যান্ট-এর আয়োজনে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোক ফেস্টিভ্যাল ‘লালন মিউজিক্যাল নাইট-২০১৬’। আগামী ৬ মে শুক্রবার সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের সকল প্রস্তুতিও সম্পন্ন। সম্পূর্ণ বিনোদমূলক এবং ব্যতিক্রমী এই অনুষ্ঠানে ‘লালন ব্যান্ড’-এর শিল্পীসহ দেশ ও প্রবাসের শিল্পীরা লালন গীতি পরিবেশন করবেন। অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের কার্যক্রম চলবে বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত।
‘লালন মিউজিক্যাল নাইট-২০১৬’ আয়োজন উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত তথ্য জানানো হয়। ২৮ এপ্রিল বৃহস্প্রতিবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ স্টাইনওয়েতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এএফ মিসবাহউজ্জামান। এরপর অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, প্রধান সমন্বয়কারী শেখ হায়দার আলী ও যুগ্ম সদস্য সচিব এডভোকেট কামরুজ্জামান বাবু। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক নিউ আমেরিকান ওমেন্স ফোরাম-এর সভাপতি রোকেয়া আক্তার ও ডিজাইন স্টুডিও’র স্বত্তাধিকারী সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মোস্তফা কামাল বলেন, অন্য কোন উদ্দেশ্যে নয় শ্রেয় নির্মল বিনোদনের জন্যই ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা লালনকে, লালনের গানকে তথা আমাদের দেশের গ্রাম-বাংলার ঐতিহ্যকে প্রবাসী দর্শক-শ্রোতাদের কাছে তুলে ধরতে চাই।
শেখ হায়দার আলী বলেন, প্রবাসের গতানুগতিক অনুষ্ঠান নয়, ব্যতিক্রমী অনুষ্ঠান উপহার দিতেই ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এজন্য তিনি সকল মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেন।
কামরুজ্জামান বাবু বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ঐতিহ্যে ভরপুর। আমরা দেশের ঐতিহ্যকে প্রবাসে ছড়ি[য়ে দিতে চাই। ভালো কিছু কমিউনিটিকে উপহার দিতে চাই, ব্যতিক্রমী কিছু করতে চাই। এজন্য সবার সহযোগিতাও চাই।
এক প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, কমিউনিটির সেবায় আবদান রাখার জন্য তথা কথিত ব্যক্তিবর্গকে ‘অ্যাওয়ার্ড বা প্ল্যাক’ প্রদান নয়, তবে সময়-সুযোগ পেলে অনুষ্ঠানের ফাঁকে যোগ্য ব্যক্তিকে তুলে ধরা হবে। অপর এক প্রশ্নের উত্তরে তারা বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে পুরো কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে এগিয়ে চলার প্রত্যাশা রাখছি।
উল্লেখ্য, ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠান আয়োজক কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চীফ পেট্রোন আমেরিকান বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স-এর সভাপতি বিলাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া ও সমন্বয়কারী ইফজাল আহমেদ চৌধুরী।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে ফোক ফেস্টিভ্যাল ‘লালন মিউজিক্যাল নাইট’ ৬ মে

প্রকাশের সময় : ১২:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬

নিউইয়র্ক: নব প্রতিষ্ঠিত এনওয়াইসি ইভেন্ট ম্যানেজম্যান্ট-এর আয়োজনে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোক ফেস্টিভ্যাল ‘লালন মিউজিক্যাল নাইট-২০১৬’। আগামী ৬ মে শুক্রবার সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের সকল প্রস্তুতিও সম্পন্ন। সম্পূর্ণ বিনোদমূলক এবং ব্যতিক্রমী এই অনুষ্ঠানে ‘লালন ব্যান্ড’-এর শিল্পীসহ দেশ ও প্রবাসের শিল্পীরা লালন গীতি পরিবেশন করবেন। অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের কার্যক্রম চলবে বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত।
‘লালন মিউজিক্যাল নাইট-২০১৬’ আয়োজন উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত তথ্য জানানো হয়। ২৮ এপ্রিল বৃহস্প্রতিবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ স্টাইনওয়েতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এএফ মিসবাহউজ্জামান। এরপর অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, প্রধান সমন্বয়কারী শেখ হায়দার আলী ও যুগ্ম সদস্য সচিব এডভোকেট কামরুজ্জামান বাবু। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক নিউ আমেরিকান ওমেন্স ফোরাম-এর সভাপতি রোকেয়া আক্তার ও ডিজাইন স্টুডিও’র স্বত্তাধিকারী সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে মোস্তফা কামাল বলেন, অন্য কোন উদ্দেশ্যে নয় শ্রেয় নির্মল বিনোদনের জন্যই ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা লালনকে, লালনের গানকে তথা আমাদের দেশের গ্রাম-বাংলার ঐতিহ্যকে প্রবাসী দর্শক-শ্রোতাদের কাছে তুলে ধরতে চাই।
শেখ হায়দার আলী বলেন, প্রবাসের গতানুগতিক অনুষ্ঠান নয়, ব্যতিক্রমী অনুষ্ঠান উপহার দিতেই ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এজন্য তিনি সকল মিডিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেন।
কামরুজ্জামান বাবু বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ঐতিহ্যে ভরপুর। আমরা দেশের ঐতিহ্যকে প্রবাসে ছড়ি[য়ে দিতে চাই। ভালো কিছু কমিউনিটিকে উপহার দিতে চাই, ব্যতিক্রমী কিছু করতে চাই। এজন্য সবার সহযোগিতাও চাই।
এক প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, কমিউনিটির সেবায় আবদান রাখার জন্য তথা কথিত ব্যক্তিবর্গকে ‘অ্যাওয়ার্ড বা প্ল্যাক’ প্রদান নয়, তবে সময়-সুযোগ পেলে অনুষ্ঠানের ফাঁকে যোগ্য ব্যক্তিকে তুলে ধরা হবে। অপর এক প্রশ্নের উত্তরে তারা বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে পুরো কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে এগিয়ে চলার প্রত্যাশা রাখছি।
উল্লেখ্য, ‘লালন মিউজিক্যাল নাইট’ অনুষ্ঠান আয়োজক কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চীফ পেট্রোন আমেরিকান বাংলাদেশ বিজনেস অ্যালায়েন্স-এর সভাপতি বিলাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া ও সমন্বয়কারী ইফজাল আহমেদ চৌধুরী।