নিউইয়র্ক ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কে দীর্ঘ দিন পর জনসম্মুখে মঈন উ আহমেদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬
  • / ২০০৮ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশের এক এগারোর সময়কার বহুল আলোচিত সেনা প্রধান মঈন উ আহমেদ দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন। কয়েক মাস আগে জামাইকা মুসলিম সেন্টারের একটি নামাজে জানাজায় তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ ‘জনরোশের’ শিকার হওয়ার পর মঈন উ আহমেদ লোক চক্ষুর অন্তরালে ছিলেন। কিন্তু সোমবার (২৫ জুলাই’২০১৬) রাতে তাকে নিউইয়র্কের ইয়াঙ্কারসের একটি বিবাহ অনুষ্ঠানে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আসিফ চৌধুরীর পরিবারের দুই সদস্যের বিবাহ অনুষ্ঠানে সন্ধ্যার দিকে আকষ্মিকভাবে হাজির হন মঈন উ আহমেদ। মুহুর্ত্বের মধ্যে লাল-নীল বাতির নিয়ন আলোয় চলমান আয়োজন ঢাকা পড়ে যায়। বিলাসী বিয়ের আয়োজনের সব কিছুকে চাপিয়ে সবার দৃষ্টি চলে যায় মঈন উ আহমদের দিকে।
G. Moin U Ahmed w NYarker-1লাল ফুলের টাই এবং স্যুট পরিহিত মঈন উ আহমেদকে কিছুটা অসুস্থ্য দেখালেও তিনি সহাস্যে অনেকের সঙ্গে কথা বলেন এবং করমর্দন করেন। পুরোটা সময়জুড়ে তখন তার সঙ্গে ছিলেন মিসেস মঈন। অনেকে মঈন উ আহমদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে যান। এ সময় আওয়ামী ঘরনার লোকজন মঈন উ আহমেদকে দেখে একটু কৌতুহলি হলেও বিএনপি ঘরনার আমন্ত্রিত অতিথিরা বেশ বিরক্ত হন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।
মঈন উ আহমেদের সঙ্গে কথা বলেছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তার কাছে প্রশ্ন ছিল কেমন আছেন, কোথায় আছেন’ উত্তরে মঈন উ আহমেদ বলেছেন, ‘শরীরটা বেশ ভালো যাচ্ছে না, ফ্লোরিডা এবং নিউইয়র্ক মিলেই ভাগাভাগি করে বছর অতিবাহিত করছি।’ এসময় কৌতুহলী কয়েকজন বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ জমাতে চাইলে মঈন উ আহমেদ তা থেকে সুকৌশলে বিরত থাকেন।
G. Moin U Ahmed w NYarker-2প্রসঙ্গত: ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মঈন উ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি এখানে উন্নত চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। উইকিপিডিয়ার তথ্য মতে, জেনারেল মঈন ইউ আহমেদ এনডিসি, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। যিনি ১৫ জুন’২০০৫ থেকে ১৫ জুন’২০০৯ পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিতর্কিত সেনা প্রধান।(বাংলাওয়াল্ডটুয়েন্টিফোরডটকম)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কে দীর্ঘ দিন পর জনসম্মুখে মঈন উ আহমেদ

প্রকাশের সময় : ০৯:০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশের এক এগারোর সময়কার বহুল আলোচিত সেনা প্রধান মঈন উ আহমেদ দীর্ঘদিন পর জনসম্মুখে এলেন। কয়েক মাস আগে জামাইকা মুসলিম সেন্টারের একটি নামাজে জানাজায় তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ ‘জনরোশের’ শিকার হওয়ার পর মঈন উ আহমেদ লোক চক্ষুর অন্তরালে ছিলেন। কিন্তু সোমবার (২৫ জুলাই’২০১৬) রাতে তাকে নিউইয়র্কের ইয়াঙ্কারসের একটি বিবাহ অনুষ্ঠানে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আসিফ চৌধুরীর পরিবারের দুই সদস্যের বিবাহ অনুষ্ঠানে সন্ধ্যার দিকে আকষ্মিকভাবে হাজির হন মঈন উ আহমেদ। মুহুর্ত্বের মধ্যে লাল-নীল বাতির নিয়ন আলোয় চলমান আয়োজন ঢাকা পড়ে যায়। বিলাসী বিয়ের আয়োজনের সব কিছুকে চাপিয়ে সবার দৃষ্টি চলে যায় মঈন উ আহমদের দিকে।
G. Moin U Ahmed w NYarker-1লাল ফুলের টাই এবং স্যুট পরিহিত মঈন উ আহমেদকে কিছুটা অসুস্থ্য দেখালেও তিনি সহাস্যে অনেকের সঙ্গে কথা বলেন এবং করমর্দন করেন। পুরোটা সময়জুড়ে তখন তার সঙ্গে ছিলেন মিসেস মঈন। অনেকে মঈন উ আহমদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে যান। এ সময় আওয়ামী ঘরনার লোকজন মঈন উ আহমেদকে দেখে একটু কৌতুহলি হলেও বিএনপি ঘরনার আমন্ত্রিত অতিথিরা বেশ বিরক্ত হন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।
মঈন উ আহমেদের সঙ্গে কথা বলেছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তার কাছে প্রশ্ন ছিল কেমন আছেন, কোথায় আছেন’ উত্তরে মঈন উ আহমেদ বলেছেন, ‘শরীরটা বেশ ভালো যাচ্ছে না, ফ্লোরিডা এবং নিউইয়র্ক মিলেই ভাগাভাগি করে বছর অতিবাহিত করছি।’ এসময় কৌতুহলী কয়েকজন বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ জমাতে চাইলে মঈন উ আহমেদ তা থেকে সুকৌশলে বিরত থাকেন।
G. Moin U Ahmed w NYarker-2প্রসঙ্গত: ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মঈন উ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি এখানে উন্নত চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে। উইকিপিডিয়ার তথ্য মতে, জেনারেল মঈন ইউ আহমেদ এনডিসি, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। যিনি ১৫ জুন’২০০৫ থেকে ১৫ জুন’২০০৯ পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিতর্কিত সেনা প্রধান।(বাংলাওয়াল্ডটুয়েন্টিফোরডটকম)